টেস্ট ক্রিকেটেই ধ্যান-জ্ঞান রাহির

ছবি: আবু জায়েদ রাহী, ছবি- সংগ্রহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ফরম্যাটের জন্য মান সম্মত কিছু ফাস্ট বোলার অনেক বছর ধরেই খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ। হয়ত কয়েক বছরের মধ্যেই দেশের এই অভাব পূরণ হবে।
কারণ তরুণ কিছু বোলার রয়েছে যারা ক্রিকেটের অন্য সব ফরম্যাট থেকে টেস্টকেই বেশী প্রাধান্য দিচ্ছে। আর সে অনুসারে কাজও করে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের হয়ে এখন অবধি দুটি টেস্ট ম্যাচ খেলা ডানহাতি পেসার আবু জায়েদ রাহী এদের মধ্যে অন্যতম।
উইন্ডিজদের বিপক্ষে টাইগারদের গত সিরিজে টেস্টে অভিষেক হয়েছিল রাহীর। নিজের প্রথম সিরিজে ভালোই পারফর্মেন্স করেছিলেন তিনি। তাঁর খেলা দুই টেস্টে সাত উইকেটও নিয়েছিলেন এই ডানহাতি পেসার।

এদিকে জানা গেছে ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাটই বেশী পছন্দ তাঁর। শুধু তাই নয় ক্রিকেট বোঝার পর থেকেই টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন রাহী। আজ (সোমবার) মিরপুরে এশিয়া কাপের জন্য শুরু হওয়া ক্যাম্পে অনুশীলন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন দেশের এই তরুণ ক্রিকেটার।
'আমি সব ফরম্যাট থেকে টেস্ট সবচেয়ে বেশি পছন্দ করি। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি টেস্ট ক্রিকেটার হব। এরকম অনেকেই আছে যারা টেস্টটা বেশি পছন্দ করে। যেমন শরিফুল আসছে নতুন, খালেদ আসছে। আমার বিশ্বাস ওরা ভালো পারফর্ম করবে।'
এছাড়া আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের পরিকল্পনা নিয়েও সামান্য আলোচনা করেন তিনি। টাইগাররা এবারের আসরে শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে। আর নিজেদের মধ্যে এই বিশ্বাসটি নিয়েই কাজ করে যাচ্ছে সকলে।
অনুশীলন শেষে ড্রেসিং রুমে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সবাইকে আত্মবিশ্বাসী হওয়ার উপদেশ দিয়েছেন বলে জানিয়েছেন রাহী। এ প্রসঙ্গে ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের ভাষ্য,
'আর যদি পরিকল্পনা জানতে চান, তাহলে বলব আমরা চ্যাম্পিয়ন হতে চাই। একটু আগে ড্রেসিং রুমে একটা মিটিং হয়েছিল আমাদের মধ্যে। মাশরাফি ভাই বলেছে, সবার মধ্যে বিশ্বাস রাখতে যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমরা শুধুই অংশগ্রহন করতে যাচ্ছি না।
'মাশরাফি ভাইয়ের সাথে এটাই আমার প্রথম সফর ছিল। গায়ানাতে যখন তাকে দেখেছি, অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছিল। উনি আমাদের বিশ্বাস দিয়েছিলেন যে, 'তোরা যদি বিশ্বাস রাখিস তাহলে তোরা পারবি'। আর আমরা সেটা পেরেছি।'