এবার ক্রিকেট বিশ্বকাপেও নাইজেরিয়া

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফুটবল বিশ্বকাপে নিজেদের পরিচিতি পর্বের পর এবার ক্রিকেট বিশ্বকাপেও অংশ নিতে যাচ্ছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। রবিবার বিশ্বকাপ বাছাইপর্বে তানজেনিয়াকে ৩২ রানে হারিয়ে আসন্ন যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্ল্যাক ঈগলরা।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপেই প্রথম বারের মতো অংশ নিচ্ছে নাইজেরিয়া।
আর বিশ্বকাপের মতো আসরে জায়গা করে নেয়ার পর দারুন উচ্ছ্বসিত নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (এনসিএফ) এর ভাইস প্রেসিডেন্ট উয়ি আকপত। এমন অর্জনকে নাইজেরিয়ার ক্রিকেটের জন্য একটি বিজয় বলে মনে করেছেন তিনি । তার মতে;

"নাইজেরিয়ার ক্রিকেটের সাথে জড়িত সবাই ছেলেদের অর্জন নিয়ে গর্বিত, এটি কঠিন ছিল তাদের জন্য, কিন্তু তারা খুব নিবেদিত এবং সুশৃঙ্খল ছিল এবং আমরা তাদের নিকট ভবিষ্যতে সিনিয়র জাতীয় দল গড়ার প্রত্যাশা করছি।"
এদিকে ম্যাচের শুরুতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল তানজানিয়া। শুরুতে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের দিকে নিয়েছিল তানজেনিয়া।
নাইজেরিয়ান ব্যাটসম্যানদের চেপে ধরে দ্রুত উইকেট তুলে নিতে থাকলেও শেষ দিকে ইফতেনি উবয়ো ও সেগুন উগনদিপে জুটি ৮০ রান যোগ স্কোরবোর্ডে। দুজনের জুটির কারণে প্রথম ইনিংসে নাইজেরিয়ারার সংগ্রহ দাঁড়ায় ৪৬.২ ওভারে ১৬৯ রান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে ১৩৪ রানের সবকটি উইকেট হারিয়ে ফেলে তানজেনিয়া। গোকুল দাস ১০৪ বলে ৫৮ রানের সর্বোচ্চ একটি ইনিংস খেলেন। নাইজেরিয়ার পিটার অহো ১০ ওভারে বল করে ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করেন।
এদিকে মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সিয়েরা লিওনের বিপক্ষে মাঠে নামবে নাইজেরিয়া। এই ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে খেলতে যাবে আফ্রিকার দেশটি।