রাশিদকে টপকাবেন মুস্তাফিজ?

ছবি: মুস্তাফিজুর রহমান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টাইগারদের ফ্রন্ট লাইন পেসার মুস্তাফিজ রহমানের সামনে অপেক্ষা করছে ক্রিকেটের ভিন্ন এক অর্জন। ২০১৮ সালে টি-টুয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় শীর্ষে আসার হাতছানি দিচ্ছে তাঁকে।
চলতি বছরে মোট ১০ ম্যাচে অংশ নিয়ে ১৬টি উইকেট শিকার করেছেন কাটার-মাস্টার। যা ২০১৮ সালের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় তাকে এনে দিয়েছে যৌথভাবে চতুর্থ স্থান। তাঁর সমান উইকেট নিয়ে এ তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার বিলি স্ট্যানলেক ও ভারতীয় লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল।

আর এই তালিকায় শীর্ষে রয়েছেন আফগান রিস্ট স্পিনার রাশিদ খান। ক্রিকেটের ছোট এই ফরম্যাটে ২০১৮ সালে তাঁর উইকেট সংখ্যা ২২টি। সমসংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে অজি পেসার আন্দ্রে টাই। ১৮ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানি অলরাউন্ডার সাদাব খান।
বছর শেষে নিজের সেরা পারফর্মেন্সটা ধরে রাখতে পারলে নিজেকে উইকেট শিকারির এই তালিকায় শীর্ষে নিয়ে যেতে পারবেন মুস্তাফিজ।
যদিও কাজটা মোটামুটি কঠিনই বটে। কারণ এ বছর আর মাত্র তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। এশিয়া কাপ এবং জিম্বাবুয়ে সিরিজের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠে এই ম্যাচ গুলো খেলবে বাংলাদেশ।
তবে ক্রিকেটে অসম্ভব বলতে কিছু নেই। বছরের শেষের দিকের এই সিরিজে নিজের সেরাটা দিতে পারলেই হয়ত প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন মুস্তাফিজ। পাশাপাশি ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে না পারলে কাজটা হয়ত আরও বেশি সহজ হয়ে যেত তাঁর জন্য।