ভারত-ইংল্যান্ড সিরিজ

হার্দিকের বোলিং তোপে চালকের আসনে ভারত

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:28 সোমবার, 20 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

ভারতের করা ৩২৯ রানের জবাবে মাত্র ১৬১ রানে অলআউট হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এজবাস্ট এবং লর্ডস টেস্টের জয়ী দলটি নটিংহামে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। প্রথম ইনিংসে ১৬৮ রানে লিড পাওয়া ভারতীয় দল দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে করেছে ২ উইকেট হারিয়ে ১২৪ রান।

দ্বিতীয় দিন শেষে ভারতীয়দের লীড ২৯২ রান। এর আগে, ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে ট্রেন্টব্রিজ টেস্টে প্রথম দিন শেষ করেছিল ভারত। কিন্তু আজ ভারতের এই প্রথম ইনিংস টিকেছে মাত্র ৪৭ বল, স্কোরবোর্ডে মাত্র ২২ রান তুলতেই বাকি ৪ উইকেট হারিয়েছে ভারতীয়রা।

ফলে ভারতের প্রথম ইনিংস থেমেছে ৩২৯ রানে। আগের দিন উইকেটে ছিলেন অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যনা রিশাভ পান্ট (২২)। তার সঙ্গে আজ ব্যাটিংয়ে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে রিশাভই আগে সাজঘরে ফিরেছেন।

৯১.৪ ওভারে তাঁকে নিজের শিকার বানিয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। এরপর ১৯ বলের ব্যবধানে পড়েছে বাকি ৩ উইকেট। ৯৩.৪ ওভারে অশ্বিনকে ব্রড তুলে নেওয়ার পরের ওভারে টানা দুই বলে মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহকে ফিরিয়েছেন আরেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

৩টি করে উইকেট দখলে গেছে তিন পেসার অ্যান্ডারসন, ব্রড ও ক্রিস ওকসের ঝুলিতে। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৫৪ রান যোগ করেন অ্যালিস্টার কুক ও কিটন জেনিংস। এরপর বাকি ১০৭ রান তুলতেই ১০ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

মূলত হার্দিক পান্ডিয়ার সুইয়ের কাছেই নাকাল হতে হয়েছে স্বাগতিকদের। কুককে (২৯) তুলে নিয়ে ভারতকে শুরুটা করেছিলেন ইশান্ত শর্মা। এরপর জেনিংসকে ফিরিয়েছেন জসপ্রীত বুমরাহ। পোপ ১০ রান করে ইশান্তের বলে পান্টের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

 ২৫তম ওভারে বোলিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া। এরপরই শুরু হয় ইংলিশ ব্যাটসম্যানদের আসা যাওয়া। নিজের প্রথম বলেই ইংলিশ অধিনায়ক জো রুটকে দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি।

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ১০ রান করে মোহাম্মদ শামির বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। হার্দিক এরপর দুই ওভার উইকেট শূন্য থাকলেও ৩১ তম ওভারে এসে জোড়া শিকার বানিয়েছেন জনি বাইরস্টোকে প্রথম বলে আউট করার পর শেষ বলে ফিরিয়েছেন ক্রিস ওকসকে।

পরের ওভারেও জোড়া উইকেট তুলে নিয়েছেন  এই ভারতীয় পেসার প্রথম বলে আদিল রশিদকে আউট করার পর চতুর্থ বলে হার্দিকের শিকার হয়েছেন স্টুয়ার্ট ব্রড। জস বাটলারকে ব্যক্তিগত ৩৯ রানে শার্দুল ঠাকুরের ক্যাচ বানিয়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দিয়েছেন বুমরাহ।

সংক্ষিপ্ত স্কোর

ভারত (প্রথম ইনিংস): ৯৪.৫ ওভার ৩২৯ (ধাওয়ান ৩৫, রাহুল ২৩, কোহলি ৯৭, রাহানে ৮১, ঋষভ ২৪; অ্যান্ডারসন ৩/৬৪, ব্রড ৩/৭২, ওকস ৩/৭৫)। এবং দ্বিতীয় ইনিংস: ৫৬/০ (ধাওয়ান ২০* রাহুল ৩৬*)

ভারত (দ্বিতীয় ইনিংস): ১২৪/২ (৩১ ওভার) (ধাওয়ান ৪৪, রাহুল ৩৬, পুজারা ৩৩*, কোহলি ৮*; বেন স্টোকস ৩০/১, আদিল রশিদ ২৩/১)

ইংল্যান্ড (প্রথম ইনিংস): ৩৮.২ ওভরে ১৬১/১০ ( জস বাটলার ৩৯, কুক ২৯, জেনিংস ২০, রুট ১৬, বেয়ারস্টো ১৫; হার্দিক পান্ডিয়া ৪/২৮, ইশান্ত শর্মা ২/৩২, বুমরাহ ২/৩৭)।