Connect with us

উইন্ডিজ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজের থেকে বোলার আনুক- রাব্বি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : রাব্বি

ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে খুব একটা ভালো করতে পারেননি টাইগার পেসার কামরুল ইসলাম রাব্বি। দুই টেস্ট মিলিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছেন তিনি। 

তবে এই বিবর্ণ পারফর্মেন্সেও খুব একটা হতাশ হননি তিনি। বরং ক্যারিবিয়ানদের মাটিতে খেলতে পেরে নিজের স্কিলের উন্নতি হয়েছে বলে বিশ্বাস করছেন এই ডানহাতি। অবস্থা বুঝে খেলতে পারার প্রতিই বেশি প্রাধান্য দিচ্ছেন রাব্বি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে এই প্রসঙ্গে এই পেসার বলছিলেন, 'সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্কিল ডেভলপ করা। আমাদের আরও স্কিল ডেভলপ করতে হবে। অবস্থা বুঝে আরও ভালো খেলতে হবে।'

ক্রিকেট সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গের মতে ক্যারিবিয়ানদের মাটিতে বাংলাদেশী পেসাররা তেমন সাফল্য পাননি মূলত উচ্চতার কারণেই। এমনকি দেশে ফিরে হেড কোচ স্টিভ রোডসও জানিয়েছিলেন দীর্ঘ উচ্চতা সম্পন্ন পেসার খুঁজবেন তিনি।

তবে এই ব্যাপারে কোচের সাথে দ্বিমতই পোষণ করেছেন রাব্বি। তাঁর মতে বাংলাদেশীদের যে উচ্চতা রয়েছে তাতেও সাফল্য নিয়ে আসা সম্ভব। এই উচ্চতা নিয়েও ভালো বোলিং করা সম্ভব উল্লেখ করে রাব্বি বলেন,    

'আমার মনে হয় আমরা যেই উচ্চতার বোলার, সেই উচ্চতায়ও সম্ভব। বাংলাদেশের মানুষদের যেই জেনিটিকাল অবস্থা, আমরা ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মত উচ্চতা পাব না। যদি এমন বোলার খুঁজতে বলা হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ থেকে বোলার আনতে হবে। আমাদের যেই উচ্চতা আছে এই দিয়েই আমাদের ভালো করতে হবে। আমরা আশা করি এই উচ্চতা দিয়েই ভালো বোলিং করতে পারব এবং ম্যাচ জেতাতে পারব।' 

সাফল্য পাওয়ার উপায়ও বাতলে দিয়েছেন রাব্বি। এক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাচগুলোর প্রতি জোর দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি জাতীয় লীগের খেলাগুলোর মাধ্যমেও নিজেদের উন্নতি সাধন হবে বলে বিশ্বাস করেন তিনি। রাব্বির ভাষায়,  

'আমার মনে হয় আরও বেশি পরিশ্রম করতে হবে। আমরা আরও বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে হবে। আমরা জাতীয় লীগের খেলা গুলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খেলি, এখানে উইকেট ভিন্ন থাকে...যা আমাদের অনেক সাহায্য করছে।'

বাংলাদেশের পেসারদের গতি বিশ্বের অন্যান্য বোলারদের তুলনায় অনেকটাই কম। তবে এই বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন ২৬ বছর বয়সী রাব্বি। তাঁর মতে পেসারদের যে গতি বর্তমানে আছে এটাই আদর্শ হবে যদি সঠিকভাবে সুইং করানো সম্ভব হয়। এক্ষেত্রে ভারতের ভুবনেশ্বর কুমারের উদাহরণ তেনেছেন তিনি। বলেছেন, 

'আমরা যেই গতিতে বল করি, এই গতিতে যদি আমরা ভালো সুইং করাতে পারি তাহলে আমরা ভালো করতে পারব। আপনি দেখবেন ভুবনেশ্বর কুমার ও ভারতের বোলাররা ভালো সুইং করাতে পারে। আমরা গতির দিকে নজর না দিয়ে যদি যদি সুইংয়ে নজর দেই তাহলে উন্নতি করতে পারব। আমাদের গতি ১৩০-৩৫ এর মধ্যে, এর সাথে সুইং যোগ করলেই ভালো করা সম্ভব।' 

সর্বশেষ

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘এভাবে খেলতে থাকলে আমরা বড় বড় ম্যাচেও জিতব’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করা সহজ: স্টার্লিং

২৯ মার্চ, বুধবার, ২০২৩

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ভারত নয় বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান!

২৯ মার্চ, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনের নান্দনিক ব্যাটিং আর সুপার সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের সিরিজ জয়

২৯ মার্চ, বুধবার, ২০২৩

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

২৮ মার্চ, মঙ্গলবার, ২০২৩

সাকিব-লিটনদের অপেক্ষায় কলকাতা, জানালেন প্রধান কোচ

আর্কাইভ

বিজ্ঞাপন