Connect with us

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

'৪৩' এর দোষ শুধু ব্যাটসম্যানদের নয়ঃ রোডস


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শুরুতেই বাংলাদেশ গড়েছিল লজ্জার নতুন রেকর্ড। নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৪৩ রানে। সেই টেস্টে বাংলাদেশ দল হেরেছিল ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে।

অ্যান্টিগা টেস্টের পর হতাশা পিছু ছাড়েনি কিংস্টনেও। সেখানে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ হেরেছে বাজেভাবে, ১৬৬ রানের ব্যবধানে। দুই টেস্টেই ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই টাইগারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো।

টেস্ট সিরিজ শেষে দাপটের সাথে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল। এরপর টি-টুয়েন্টি সিরিজও নিজেদের করে নেয় টাইগাররা। ফলে হতাশার টেস্ট সিরিজের কিছুটা গ্লানি ভুলতে পেরেছে বাংলাদেশ।

তবে, বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস মনে করেন সাদা পোষাকের ক্রিকেটে টাইগারদের এখনও উন্নতির জায়গা আছে। কিছু ভালো খেলোয়াড় থাকলেও কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া শিখতে হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের কোচ।

"দেখুন, টেস্ট ম্যাচে আমাদের ব্যাটিং সামর্থ্য কিছুটা খোলাসা হয়েছে। আমাদের এখানে উন্নতি করার জায়গা আছে। আমাদের যোগ্য প্লেয়ার রয়েছে কিন্তু আমাদের কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে ও প্রতিপক্ষ সম্পর্কে পরিস্কার ধারনা রাখতে হবে... বিশেষ করে যখন আমরা দেশের বাইরে খেলব।"

অ্যান্টিগা টেস্টে প্রথমবারের মতো ডিউক বলে খেলে বাংলাদেশ দল। তবে নতুন এই বলের সাথে পরিচয়টা সুখকর হয়নি সাকিব আল হাসানের দলের। গ্যাব্রিয়েল, হোল্ডার ও কমিন্সদের বোলিং আক্রমণে  বিপর্যন্ত হতে হয়েছে বাংলাদেশ দলকে। প্রথম টেস্টে টস হারাটাকেই ব্যর্থতার বড় কারণ মনে করেন টাইগার কোচ স্টিভ রোডস।

"প্রথম টেস্টে টস হারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। উইকেটে একই সাথে সিম, সুইং ও বাউন্স করেছে। তাদের ডিউক ক্রিকেট বল ও গ্যাব্রিয়েল, রোচ, হোল্ডার ও কামিন্সদের নিয়ে গড়া উইন্ডিজ বোলিং লাইন আপের বিপক্ষে বেশীরভাগ ব্যাটিং লাইন আপকে এমন কন্ডিশনে ধুঁকতে হতো।"

সর্বশেষ

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘এভাবে খেলতে থাকলে আমরা বড় বড় ম্যাচেও জিতব’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করা সহজ: স্টার্লিং

২৯ মার্চ, বুধবার, ২০২৩

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ভারত নয় বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান!

২৯ মার্চ, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনের নান্দনিক ব্যাটিং আর সুপার সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের সিরিজ জয়

২৯ মার্চ, বুধবার, ২০২৩

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

২৮ মার্চ, মঙ্গলবার, ২০২৩

সাকিব-লিটনদের অপেক্ষায় কলকাতা, জানালেন প্রধান কোচ

আর্কাইভ

বিজ্ঞাপন