বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

তিন ফরম্যাটেই খেলুক মুস্তাফিজঃ নান্নু

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:50 সোমবার, 06 আগস্ট, 2018

ক্যারিয়ারের শুরু থেকেই তারকা খ্যাতি পেয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে নিয়মিত ইনজুরি তার প্রধান বাঁধা হয়ে দাঁড়ায় ক্যারিয়ারের শুরুতেই। গত দুই বছর অধিকাংশ সময় তার কেটেছে ইনজুরির সঙ্গে লড়াই করে।

সর্বশেষ আইপিএলে খেলতে গিয়ে আবারও ইনজুরিতে পড়েন এই পেসার। ফলে খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ। দর্শক হয়ে ছিলেন ওয়াস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে টি-টোয়েন্টি সিরিজেই পুরনো রূপে দেখা গেল তাকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশের সেরা বোলার হয়েছেন তিনি।

৩ ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তিনি। ৯.১ ওভার বল করে ৯৯ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন এই তারকা। সেরা বোলিং ফিগার ৩১ রানে ৩ উইকেট। প্রথম টি-টোয়েন্টিতে ১৮ রানে ২, দ্বিতীয় ম্যাচে ৫০ রানে ৩ ও তৃতীয়টিতে ৩১ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ।

মুস্তাফিজের ফেরাটাকেই বড় পাওয়া বলে মনে করছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায় তিন ফরম্যাটেই খেলুক মুস্তাফিজ। তিন ফরম্যাটেই দলকে লম্বা সময় সার্ভিস দিক এই পেসার।

"মুস্তাফিজের ফেরা আমাদের সবচেয়ে বড় পাওয়া। সে আমাদের সেরা বোলার। দলের সেরা বোলারকে সেরা সময়ে পাওয়াটাও বড় ব্যাপার। ও এমন একটা সময়ে ইনজুরিতে পড়ে যখন তাকে দল পায়না। আমরা চাই ও আমাদের জন্য তিন ফরম্যাটেই খেলুক। তিন ফরম্যাটেই লম্বা সময় সার্ভিস দিক।"

মুস্তাফিজের বয়স এখন অনেক কম। তার লম্বা ক্যারিয়ার পড়ে আছে। যদি এই পেসার বাংলাদেশ দলকে অন্ততপক্ষে ১০ বছর সার্ভিস দিতে পারে তবে তিন ফরম্যাটেই ভালো একটি বোলিং কম্বিনেশন পাবে বাংলাদেশ দল। এমনটাই বিশ্বাস নান্নুর।

"ওর এখন মাত্র ২২ বছর বয়স। ওর অনেকদিন পড়ে আছে। ও যদি অন্ততপক্ষে ১০ বছর আমাদের সার্ভিস দিতে পারে তবে বাংলাদেশ তিন ফরম্যাটে অনেক ভালো একটি বোলিং কম্বিনেশন পাবে।"