ভারত-ইংল্যান্ড সিরিজ

ইংল্যান্ডের ঐতিহাসিক টেস্টের একাদশে চমক

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:55 মঙ্গলবার, 31 জুলাই, 2018

বুধবার ভারতের বিপক্ষে নিজেদের ১ হাজারতম টেস্টে মাঠে নামছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই ম্যাচের জন্য মঙ্গলবার একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ডের একাদশে সবচেয়ে বড় চমক স্পিনার আদিল রশিদ। ইংলিশদের একাদশে তিনিই একমাত্র স্পিনার। দলের অধিনায়ক হিসেবে আছেন তারকা ব্যাটসম্যান জো রুট। আর তার সহকারী করা হয়েছে জস বাটলারকে।

অবাক করার মতো বিষয় হচ্ছে আদিল রশিদকে জায়গা দিতে একাদশের বাইরে ঠেলে দেয়া হয়েছে দলের এক নম্বর স্পিনার মঈন আলীকে।  তুলনামূলকভাবে কম শুষ্ক পিচের কথা ভেবেই তাকে বাদ দেওয়া হয়েছে।

দলে আরও সুযোগ পেয়েছেন সারের অলরাউন্ডার স্যাম কুরান। এই ম্যাচে জেমি পর্টারের টেস্ট অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে তুলনামূলক ভাবে অভিজ্ঞ স্যাম কুরানের উপরই বিশ্বাস রেখেছেন নির্বাচকরা।

বুধবার (০১ আগস্ট) ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বার্মিংহামে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। ঘরের মাঠে ভারতের বিপক্ষে অতীত পরিসংখ্যান বেশ ভালো ইংল্যান্ডের। ফলে এই ম্যাচে মানসিক ভাবে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে তারা।

ইংল্যান্ড টেস্ট একাদশঃ

অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, জস বাটলার, আদিল রশিদ, স্যাম কুরান, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।