বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সাকিব-মুস্তাফিজরা টেস্ট খেলতে চায় নাঃ পাপন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:11 শনিবার, 21 জুলাই, 2018

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর জ্যামাইকায় পরের টেস্টে ১৬৬ রানে হেরে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবেছে টাইগাররা।

সিরিজ হারার পর থেকেই কাটাছেড়া চলছে। এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার নাকি টেস্ট খেলতে অনাগ্রহী। তিনি সাকিব ও মুস্তাফিজের নাম বিশেষ ভাবে উল্লেখ করেছেন।

'আমাদের দেশে এখন দেখছি যে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার যারা আছে তারাও আসলে টেস্ট খেলতে চাচ্ছে না। যেমন সাকিব, টেস্টে সে খেলতে চায় না। এখন মুস্তাফিজও টেস্ট খেলতে চায় না। সে বলে না যে আমি খেলবো না। কিন্তু সে যে চায় না এটি বোঝা যায়। হতে পারে সে ইনজুরি প্রবণ বেশি, ভয় পায় হয়তো যে টেস্ট খেলতে গিয়ে যদি আবারো ইনজুরিতে পারে। এমনটা হতে পারে। আর টেস্ট খেলাটি তো অনেকটাই কঠিন।'

টাইগার পেসার রুবেল হোসেনও নাকি টেস্ট খেলতে চান না। এমন খবর সংবাদ মাধ্যমে চাউর হয়েছিল। এই খবরের সত্যতা স্বীকার করেছেন নাজমুল হাসান পাপন। এই জায়গায় তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়ার কথা ভাবছেন তিনি।

'রুবেল অনেক অভিজ্ঞ একজন পেসার। অনেকদিন থেকেই সে আমাদের সার্ভিস দিয়ে আসছে। হতে পারে যে ওর জন্য এখন টেস্টটি কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং তরুণ প্রজন্মদের থেকেই আমাদের নতুন নতুন ক্রিকেটার নিয়ে আসতে হবে, এছাড়া আর কোনও উপায় নেই।'

বিসিবি সভাপতির মতে টেস্টে আলাদা একটি দল প্রয়োজন। টি-টুয়েন্টিতেও। টেস্টের জন্য মমিনুল আছেন। তার পাশাপাশি আরও বেশ কয়েকজন বিশেষজ্ঞ ক্রিকেটার প্রয়োজন বলে মনে করেন তিনি।

‘এখানে মানসিকতা না, টেস্টের জন্য আমাদের নতুন দল করতে হবে। চার বছর আগে থেকে বলে আসছি, টেস্টে একটি আলাদা সেটআপ দরকার। টি-টোয়েন্টিতেও। হয়তো দু-তিনজন কমন মুখ থাকবে। সবারই টেস্টের জন্য কিছু বিশেষজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের কিন্তু সেভাবে নেই। আমরা খালি মুমিনুলকে রেখেছি টেস্টের জন্য। এটা একটি করলে তো হবে না। আমাদের এ রকম পাঁচ-ছয়জন তৈরি করতে হবে।’