Connect with us

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

মোসাদ্দেক থামালেন গেইল ঝড়


প্রকাশ

:


আপডেট

:

ছবি :

ওয়েস্ট ইন্ডিজের স্যাবাইনা পার্কে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। মাশরাফি-সাকিবদের বিশ্রামে রেখে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে লড়ছে টাইগাররা।
 
ইতিমধ্যেই টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের শুরুটাও ভালো করেছে বাংলাদেশ দল। ওপেনার ও কাপ্তান  চ্যাডউইক ওয়ালটলকে শুন্য রানে বোল্ড করেছেন ফাস্ট বোলার রুবেল হোসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯ ওভার শেষে এক উইকেটে ৩২ রান। গেইল ২০ ও তিন নম্বরে নামা আমির জঙ্গু ১২ রানে খেলছেন। রুবেল হোসেন এখন পর্যন্ত ৫ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় এক উইকেট শিকার করেছেন।

রুবেলের স্পেল শেষে হাত খুলে খেলার সুযোগ পায় ক্রিস গেইল। দ্রুত রান তুলে দলকে অর্ধশত রানে পৌঁছে দেন তিনি। তবে বেশীক্ষণ স্থায়ী হয়নি গেইলের ইনিংস। মোসাদ্দেকের বলে ২৯ রান করে আউট হন তিনি। 


শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভারে স্বাগতিকদের স্কোর দুই উইকেটে ৫৮।



বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহী।

ভাইস চ্যান্সেলর একাদশ: চ্যাডউইক ওয়াল্টন (অধিনায়ক), ক্রিস গেইল, ওজে শিল্ড, ওশেন ওয়াল্টার্স, আন্দ্রে রাসেল, আমির জঙ্গু, ইয়ানিক ওটলি, জারলানি সার্লস, নিকোলাস কিরটন, বিকাশ মদন, কাভেম হজ, জারমেইন লেভি ও গিলন টাইসন।

সর্বশেষ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোটে পড়ার ম্যাচে বাজিতে হারলেন ম্যাক্সওয়েল

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বাংলাদেশের বিপক্ষে বেশি চাপ নিয়ে ফেলেছিল আফগানিস্তান’

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

জিম্বাবুয়ের রোমাঞ্চকর ও নাটকীয় জয়ের নায়ক রাজা

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

তৃতীয় বলেই উইকেট হারাল বাংলাদেশ

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নাসুমের ৫ উইকেট ও রাজার তোপে ইষ্ট জোনের লিড

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘বড় ক্রিকেটার হতে হলে দেশের বাইরে ভালো খেলতে হবে’

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

শচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন না কোহলি, বিশ্বাস লারার

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে বাংলাদেশের নাহিদা-ফারজানা

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

গম্ভীর সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান দেন না, অভিযোগ শ্রীশান্থের

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্বে ওয়াটসন

আর্কাইভ