বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট

ওয়ানডেতে প্রতিযোগিতা করবে বাংলাদেশ - শাহাদাত

Online Desk

Online Desk
প্রকাশের তারিখ: 17:36 বৃহস্পতিবার, 19 জুলাই, 2018

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সেখানে অবস্থান করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। নিজেদের ঝালিয়ে নিতে আজ বাংলাদেশ সময় রাত একটায় প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা।

এদিকে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যে ক্যারিবিয়ান দ্বীপে পৌঁছে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা। আর অধিনায়কের কিছু দিন পূর্বে মুস্তাফিফুর রহমান, মোসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয় সহ আরও অনেকে টাইগার শিবিরে যোগ দিয়েছেন।

দলের সাথে অভিজ্ঞ দুই বোলার মাশরাফি এবং মুস্তাফিজ যোগ দেয়ার ফলে দলের শক্তি অনেক গুনে বৃদ্ধি পেয়েছে। আর বাংলাদেশের এই শক্তিশালী ওয়ানডে বোলিং আক্রমন নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের এক সময়ের নিয়মিত পেসার শাহাদাত হোসেন রাজীব।

তার মতে, ওয়ানডেতে বাংলাদেশ দলের বোলিং বিভাগ সত্যিই অসাধারণ। কারণ মাশরাফির মতো একজন মানসম্মত বোলার রয়েছে বাংলাদেশ দলে। আর মুস্তাফিজের মতো সেরা বোলারও রয়েছেন বাংলাদেশে।

বিশেষ করে মুস্তাফিজের প্রশংসা করে তিনি বলেন, ম্যাচের দিক যে কোন সময় পরিবর্তন করার সামর্থ্য রাখে এই কাটার মাস্টার। আর ওয়ানডে এবং টি টুয়েন্টিতে মুস্তাফিজ স্বভাবতই ভালো করে থাকেন। আজ গণমাধ্যমে এ প্রসঙ্গে রাজীব বলেন,

'ওয়ানডের জন্য আমার মতে পেস অ্যাটাকটি পারফেক্ট। কারণ দলে একজন সবথেকে বেশি সিনিয়র পেস বোলার রয়েছে যিনি হলেন মাশরাফি ভাই। আরো আছেন মুস্তাফিজুর রহমান। আমার দেখা মতে সে এখনও দেশের সেরা বোলার। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটের জন্য ও এখনও সেরা। টি টুয়েন্টি কিংবা ওয়ানডে বলেন ওর সামর্থ্য রয়েছে। বাংলাদেশ দলকে যখন তখন পরিবর্তন করে দিতে পারে সে এবং এখনও সে বিশ্বাস করে যে সে পারবে।'

এছাড়াও ওয়ানডে স্কোয়াডে রয়েছেন রুবেল হোসেন। যিনি ওয়ানডেতে ভালো বোলিং করে থাকেন। আবার দুই তরুণ পেসার আবু জায়েদ রাহী এবং আবু হায়দারও রয়েছেন। সব মিলিয়ে একদিনের ক্রিকেটে বাংলাদেশ দলের বোলিং অসাধারণ।

সুতরাং ওয়ানডেতে বাংলাদেশ দল একটি সুন্দর এবং প্রতিযোগিতামূলক খেলা উপহার দিতে পারবে বলেও বিশ্বাস করেন শাহাদাত। তার ভাষায়,

'মোটকথা ওয়ানডেতে আমরা বেশ ভালো দল এই নিয়ে সন্দেহ নেই। আমাদের বোলিং ভালো হলে দেখবেন ব্যাটিংও ভালো করতে পারবো। আর বোলিং ডিপার্টমেন্ট আমি বলবো যে রুবেল অনেক ভালো বোলিং করে ওয়ানডেতে, রাহী আছে সে অনেক তরুণ একজন পেসার। এছাড়াও রনি আছে। সবমিলিয়ে দুটি নতুন পেসার আর তিনজন অভিজ্ঞ বোলার রয়েছে, সুতরাং সবমিলিয়ে ওয়ানডেতে প্রতিযোগিতা ভালো হবে আরকি।'