জিম্বাবুয়ে সিরিজ

প্রায় চূড়ান্ত জিম্বাবুয়ে সিরিজ

Online Desk

Online Desk
প্রকাশের তারিখ: 17:32 বুধবার, 18 জুলাই, 2018

আরব আমিরাতে এশিয়া কাপের পর অক্টোবরে বাংলাদেশ দলের হোম সিজন শুরু হবে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে মৌসুম শুরু করবে বাংলাদেশ।

আগামী কয়েকদিনের মধ্যেই সিরিজের সময় সূচি নিশ্চিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডে (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

সিরিজে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা দুই দলের। সাংবাদিকদের সাথে আলাপ কালে আসন্ন সিরিজ নিয়ে নিজামউদ্দিন বলেছেন,

'খুব শিগগিরই ফাইনালটা পেয়ে যাবেন। বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট অপারেশন্স ফাইনাল পর্যায়ে রয়েছে। হয়তো আগামী দু’একদিনের মধ্যে লিস্টটা পেয়ে যাবেন।'

চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে দল বাংলাদেশ সফর করেছিল। শ্রীলঙ্কা, বাংলাদেশের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলেছে জিম্বাবুয়ে দল। একই বছর ফের বাংলাদেশের সাথে খেলবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে সিরিজের পরেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডীজের বিপক্ষে সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশ দল। সিরিজের সূচি নির্ধারিত না হলেও তিন ওয়ানডে, দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।