ইংল্যান্ড-ভারত সিরিজ

কঠিন সিরিজের জন্য প্রস্তুত ভারত

Online Desk

Online Desk
প্রকাশের তারিখ: 16:05 বুধবার, 18 জুলাই, 2018

ইনজুরির কারণে টি টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজে দলের বাইরে ছিলেন ভারতীয় ফ্রন্ট লাইন জাসপ্রিত বুমরাহ। আর এখন শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টেস্ট সিরিজেও খেলতে পারবেন তিনি।

গত জুলাইয়ের শেষের দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হয়েছে ভারতীয়দের ইংল্যান্ড সফর। আর সফরের প্রথম ম্যাচেই আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন বুমরাহ। সেই যে দল থেকে বের হয়েছেন এখন পর্যন্ত আর দলে ফেরা হয়নি তার।

তবে ইংলিশদের বিপক্ষে টেস্টে ফেরার কথা থাকলেও ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। তাই তাকে আপাতত টেস্ট দলের বাইরে রেখেছে ভারত। আর তার এই ইনজুরি আশীর্বাদ হয়ে এসেছে ভারতীয় কিছু তরুণ ক্রিকেটার জন্য।

আইপিএল মাতানো বাঁহাতি উইকেট রক্ষক ব্যাটসম্যান রিশাব পান্তকে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। কারণ টেস্ট দলের নিয়মিত উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা। তবে এই জায়গার জন্য নির্বাচকদের পছন্দের তালিকায় এগিয়ে থাকবেন দীনেশ কার্তিক।
 
এদিকে এই সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার কুলদীপ যাদব তো আছেনই। টি টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জুড়ে ইংলিশদের একমাত্র ভয়ের কারণ ছিলেন এই লেগ স্পিনার।

তবে দলে যে পরিবর্তনই আনা হোক না কেন এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি। তার মতে বর্তমান ভারত দল সব সময়ই একটি পরিপূর্ণ দল। কারণ এ দলের সবাই কঠিন পরিস্থিতির ক্রিকেট খেলতে পছন্দ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন,

'আমাদের দল বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। আমরা দীর্ঘ সময়ের টেস্ট সিরিজ্জ খেলতে মুখিয়ে আছি। এটা খুবই চ্যালেঞ্জিং হবে দুই দলের জন্য। কিন্তু দল হিসেবে আমরা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চাই। আমরা কঠিন পরিস্থিতির ক্রিকেট খেলতে চাই এবং আমি নিশ্চিত ইংল্যান্ডের সাথেই আমরা সেরকম ক্রিকেট খেলতে যাচ্ছি।'