এ দলের সিরিজ

চাপের মুখে শ্রীলঙ্কা

Online Desk

Online Desk
প্রকাশের তারিখ: 16:13 মঙ্গলবার, 17 জুলাই, 2018

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ 'এ' এবং শ্রীলংকা 'এ' দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮০ রানের পুঁজি পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন মিজানুর রহমান। এছাড়াও রাব্বির ব্যাট থেকে আসে ৫৯ রান। শ্রীলংকার জয়ের জন্য করতে হবে ২৮১ রান।

সেই লক্ষ্যে এখন ব্যাট করতে নেমেছে তারা। ইতিমধ্যে দুই উইকেট হারিয়ে বসেছে তারা। দুটি উইকেটই নিয়েছেন পেসার খালেদ আহমেদ। খালেদের প্রথম স্পেলের পর ফের উইকেট হারায় শ্রীলঙ্কা।

আরিফুলের বোলিংয়ে তৃতীয় উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার। এছাড়া রান আউটের ফাঁদে পরে উইকেট হারায় সফরকারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর চার উইকেটে ১০১ রান।

বাংলাদেশ একাদশঃ ফজলে রাব্বি, সৌম্য সরকার, মিজানুর রহমান, জাকির হাসান, শরিফুল, মিথুন আলী, আরিফুল হক, সানজামুল ইসলাম, নায়েম হাসান, আল আমিন, খালেদ আহমেদ