বুমরাহর হয়ে ব্যাট ধরলেন হার্শা

ছবি: ফাইল ছবি

তিন টেস্ট খেলা নিশ্চিত থাকলেও কোন কোন ম্যাচ খেলবেন সেটার নিশ্চয়তা ছিল না। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারংবার নিশ্চিত করা হয় ডানহাতি পেসারের ফিটনেসের অবস্থা ও ম্যাচের গুরুত্ব বিবেচনায় তাকে খেলানো হবে। ইংল্যান্ড সফরে প্রথম টেস্টেই খেলানো হয় বুমরাহকে। হেডিংলিতে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এজবাস্টন টেস্টে অবশ্য খেলানো হয়নি তাকে। এক ম্যাচের বিরতি দিয়ে ফেরানো হয় লর্ডসে।
‘আমাদের সবার চেয়ে সেরা বুমরাহ’, বলেছিলেন ওয়াকার
১৯ ঘন্টা আগে
নিজের ফেরার ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭ উইকেট। যেখানে প্রথম ইনিংসে ভারতীয় পেসারের শিকার ৭৪ রানে ৫ উইকেট। সিরিজে ফিরতে ম্যানচেস্টারে জয়ের বিকল্প ছিল না সফরকারীদের সামনে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বুমরাহকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। ড্র করা ম্যাচে ৩৩ ওভারে ১১২ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার।

পিঠের পুরোনো চোট থেকে সুরক্ষা ও ভবিষ্যতের ভাবনা মাথায় শেষ টেস্টে খেলানো হয়নি তাকে। তিন টেস্ট খেলে ১৪ উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতীয় পেসারদের মধ্যে তাঁর চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল সিরাজই। ডানহাতি পেসার অবশ্য ইংল্যান্ড সফরের সব ম্যাচেই খেলেছেন। ৯ ইনিংসে নিয়েছেন সিরিজের সবচেয়ে বেশি ২৩ উইকেট। যেখানে ওভাল টেস্ট জিতে ভারতকে সিরিজ ড্র করতে বড় ভূমিকাও রেখেছেন।
ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক, দুশ্চিন্তায় সূর্যকুমারও
১ ঘন্টা আগে
সিরাজের এমন পারফরম্যান্সের পর সুনীল গাভাস্কার জানান, ভারতীয় ক্রিকেটে তিনি আর ওয়ার্কলোড বিষয়টি দেখতে চান না। সমালোচকরাও সুযোগ পেয়ে বুমরাহকে ট্রল করতে থাকেন। সবশেষ কয়েকদিনে তাকে ট্রল করা হলেও এসব নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বুমরাহ। তবে ভারতের ‘ম্যাচ উইনারের’ হয়ে ব্যাট ধরেছেন হার্শা। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক যেন বিশ্বাসই করতে পারছেন না।
নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে হার্শা লিখেছেন, ‘সত্যিই? বুমরাহকে আপনারা ট্রল করছেন? আশা করি আপনি তাদের মধ্যে নেই। কিন্তু যদি আপনি থাকেন তাহলে বলতে হবে একজন বুমরাহ হওয়ার জন্য কী সহ্য করতে হয় সেটা সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই। ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনারকে নিয়ে আপনার কোনো কৃতজ্ঞতা নেই। দেখা যাচ্ছে, প্রায় অন্য যেকোনো বোলারের চেয়ে সে বেশি ওভার বোলিং করেন।’
ইংল্যান্ড সফরে ৫ টেস্টের ৯ ইনিংসে ১৮৫.৩ ওভার বোলিং করেছেন সিরাজ। অর্থাৎ প্রতি ইনিংসে তিনি ২০.৫৯ ওভার বোলিং করেছেন। বিপরীতে তিন টেস্ট খেলা বুমরাহ ৫ ইনিংসে বোলিং করেছেন ১১৯.৪ ওভার। ভারতের তারকা পেসার প্রতি ইনিংসে ২৩.৮৮ ওভার বোলিং করেছেন। যার মানে হচ্ছে প্রতি ইনিংসেই সিরাজের চেয়ে বেশি ওভার বোলিং করেছেন বুমরাহ। এদিকে সিরাজের বাইরে ভারতের পেসারদের মধ্যে কেউই বুমরাহর চেয়ে বেশি ওভার বোলিং করেননি।