নারী এশিয়া কাপ

বাংলাদেশের বিপক্ষে সেরাটা দিতে বোলারদের দিকে তাকিয়ে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
প্রকাশের তারিখ: 16:27 রবিবার, 02 অক্টোবর, 2022

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||

পাকিস্তানের জন্য হুমকি হয়ে উঠতে পারেন বাংলাদেশের স্পিনাররা। যেখানে সালমা খাতুনের সঙ্গে রয়েছেন নাহিদা আকতার, রুমানা আহমেদ, সানজিদা আকতার মেঘলা এবং ফাহিমা খাতুনরা। বোলিং বিভাগে পাকিস্তানের সামর্থ্যও কম নয়। ইনজুরির কারণে ফাতিমা সানা না থাকলেও বাংলাদেশকে ভোগাতে পারেন তুবা হাসান, ওমাইমা সোহেল কিংবা দিয়ানা বাগরা।

উইকেট থেকে বাড়তি সুবিধা পাওয়ায় দুই দলের ব্যাটারদের জন্যই চ্যালেঞ্জ থাকবে স্পিনারদের সামলানো। মালয়েশিয়াকে উড়িয়ে নারী এশিয়া কাপ শুরু করা পাকিস্তানের পরের প্রতিপক্ষ বাংলাদেশ। স্বাগতিক তকমার সঙ্গে দারুণ ছন্দেও রয়েছে নিগার সুলতানা জ্যোতির দলটি। বাংলাদেশের বিপক্ষে সেরা ক্রিকেট খেলতে চায় পাকিস্তান। তবে সেটির জন্য বোলারদের দিকে তাকিয়ে রয়েছেন তুবা। 

মালয়েশিয়াকে হারানোর পর সংবাদ সম্মেলনে তুবা বলেন, ‘পিচ স্পিনারদের জন্য খুব সহায়ক। যদি বোলাররা ভালো করে তাহলে পাকিস্তান সেরাটা দিতে পারবে।’

কদিন আগেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডকে উড়িয়ে দেয়া টাইগ্রেসদের এশিয়া কাপের শুরুটাও মন্দ হয়নি। যে কারণে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না তুবা। বাংলাদেশের বিপক্ষে ভালো একটি ম্যাচের আশায় রয়েছেন এই স্পিনার।

এ প্রসঙ্গে তুবা বলেন, ‘বাংলাদেশ একটা খুবই ভালো দল। আশা করছি আমাদের একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে। আমরা আসলে সামনের দিকে তাকাচ্ছি।’

মালয়েশিয়ার বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন তুবা। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। প্রথমবার এশিয়া কাপ খেলতে নেমে বাজিমাৎ করা তুবা ম্যাচ শেষে জানিয়েছেন নিজের ভালো করার রহস্য।

অধিনায়কের কথা মনে সঠিক জায়গায় বল করেছেন বলে জানান তিনি। তুবা বলেন, ‘এটা আমার প্রথম ম্যাচ (এশিয়া কাপে), অধিনায়ক গত রাতে আমাকে বলেছে বোলিং করার ক্ষেত্রে শুধু চ্যানেল মেনে চলতে। এইতো।’