ইবাদতের আগুনে বোলিংয়ের পর মিরাজ-হৃদয়ের ব্যাটে মোহামেডানের জয়
শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করে ঈদের ছুটিতে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ঈদের ছুটি শেষে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ানোর দিনে আবারও মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়ের নায়ক তারকা অলরাউন্ডার। বল হাতে ইরফান শুক্কুরকে লেগ বিফোর উইকেটে ফাঁদে ফেলার পর ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন তিনি। তাওহীদ হৃদয়ের সঙ্গে ৯১ রানের জুটি গড়ার সঙ্গে নিজেও খেলেছেন ৫৫ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস। মিরাজের ম্যাচসেরা ইনিংসে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।
6 Apr 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক