Connect with us

হার্শালের ওপর দোষ চাপাতে নারাজ হার্দিক

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

Published

on

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে ভারত। এমন হারের পর ভারতীয় বোলারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হার্শাল প্যাটেল ১৮তম ওভারে ২২ রান দিলে ম্যাচ ছিটকে যায় ভারত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হার্শালের পাশে দাঁড়িয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি মনে করেন ম্যাচ কোথায় ভারতের হাত থেকে বেরিয়ে গেছে তা ঠিক করে বলা যাবে না মনে করেন তিনি। তাই সব দোষ হার্শালের ওপর চাপাতে নারাজ তিনি।

এ প্রসঙ্গে হার্দিক বলেন, ‘ম্যাচটি কোথায় হাতছাড়া হয়েছে তা ঠিক করে বলা যাবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা এক ওভারে ২৪ বা ২৫ রান করেছি। এটা কোন ব্যাপার নয়। আরও দুটি ম্যাচ বাকি আছে, আমরা ভালো করার চেষ্টা করব।'

ভারতের বড় সংগ্রহের জবাবে দারুণ খেলেছেন অজি ব্যাটাররা। তাই তাদের কৃতিত্ব দিয়েছেন তিনি। হার্দিকের ভাষ্য, ‘মাঠে শিশির কোনও ফ্যাক্টর ছিল না। অস্ট্রেলিয়া ভালো খেলেছে এবং জয়ের কৃতিত্ব তাদের প্রাপ্য। আমরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। আমাদের আরও ভালো করতে হবে।’

ইনজুরি কাটিয়ে উঠে এখনও ম্যাচ খেলার মতো ফিট নন ভারতের স্ট্রাইক বোলার জসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে এই পেসারের কথাই মনে পড়ছে হার্দিকের। বুমরাহ না থাকলেও দলের বাকি বোলারদের ওপর আস্থা রাখছেন তিনি।

হার্দিক বলেন, ‘আমরা সবাই জানি সে (বুমরাহ) কী করতে পারে এবং একজন খেলোয়াড় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিছু উদ্বেগ থাকতে পারে (বোলিং নিয়ে) কিন্তু আমি মনে করি না এতে কোনও সমস্যা আছে। আমাদের খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হবে। এরা দেশের সেরা ১৫ জন খেলোয়াড় এবং সে কারণেই তারা দলে আছে।’

Advertisement

সর্বশেষ

3 October, Tuesday, 2023

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

3 October, Tuesday, 2023

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

3 October, Tuesday, 2023

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

2 October, Monday, 2023

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

2 October, Monday, 2023

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

2 October, Monday, 2023

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

2 October, Monday, 2023

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

2 October, Monday, 2023

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

2 October, Monday, 2023

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

2 October, Monday, 2023

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

Advertisement
ALL SEASONS


Advertisement