ফাইল ছবি

ভারতের আর কোনো অনুরোধ মানবে না পাকিস্তান

২০১৩ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। রাজনৈতিক বৈরিতায় ভবিষ্যতেও তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় না তারা! কদিন আগেই এমন বিবৃতি দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও বহুজাতিক ক্রীড়া আসরে পাকিস্তানের সঙ্গে খেলতে আপত্তি নেই তাদের। এমন সিদ্ধান্তের ফলে দুই দেশের ক্রীড়া সম্পর্ক ভালোর পরিবর্তে খারাপের দিকে ধাবিত হচ্ছে। মহসিন নাকভির কথায় সেটা আরও খানিকটা স্পষ্ট হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জানান, এখন থেকে ভারতের সঙ্গে আর কোনো অনুরোধভিত্তিক আলোচনা হবে না।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক