আইসিসিতে অজি বধের কাব্যগাঁথা

সংবাদ
আইসিসিতে অজি বধের কাব্যগাঁথা
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাচিত সেরা মুহূর্তে জায়গা করে নিল মুশফিক সাকিবরা। এই বছরের আগস্টে অস্ট্রেলিয়া বধের একটি ছবি প্রকাশ করেছে আইসিসি। 

নিজেদের ফেসবুক পেজে এমন ছবি প্রকাশ করেছে তারা। বেশ কিছু মুহূর্ত বাছাই করেছে আইসিসি। আর এতেই আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থার নজরে পরেছে বাংলাদেশ জাতীয় দলের বাঁধভাঙ্গা উল্লাসের ছবিটি।


শনিবার দিন সামাজিক যোগাযোগ মাধ্যম আসে এমন ছবিটি। ছবির ক্যাপশনে আইসিসি লিখেছে, "তালিকায় যুক্ত হল আরেকটি মুহূর্ত। ২০ রানের ঐতিহাসিক এক জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। ২০১৭ সালের সেরা মুহুর্ত।"

উল্লেখ্য, মিরপুরের সেই টেস্টে সাদা পোশাকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। আর তা মাত্র চারদিনে! টেস্ট ক্রিকেটে টাইগারদের ১০১তম ম্যাচ ছিল এটি। আর এই টেস্টে নিজেদের দশম জয় তুলে নেয় বাংলাদেশ। 

উল্লেখ্য, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই দলটিকে হারাতে টেস্ট ক্রিকেটে ১৭ বছর পাড়ি দিতে হয়েছে টাইগারদের। আর তাদের হারানোর সেই মুহূর্তটি এখনো চোখে লেগে আছে যেকোনো বাংলাদেশি সমর্থকের। 

আরো পড়ুন: this topic