promotional_ad

ফাহাদের পেসে দিশেহারা রাজশাহী

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হাসান মাহমুদ না থাকলেও ডানহাতি পেসারের অভাববোধ করতে দিলেন না ফাহাদ হোসেন। বাঁহাতি পেস বোলিংয়ে রাজশাহীর ব্যাটিং অর্ডারকে একেবারে গুঁড়িয়ে দিলেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে পেয়েছেন ৫ উইকেটের দেখাও। ফাহাদের এমন বোলিংয়ে মাত্র ১১২ রানে গুটিয়ে গেছে রাজশাহী। দিনের দ্বিতীয় সেশনেই ব্যাটিংয়ে নামা চট্টগ্রামও অবশ্য ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। প্রথমদিনের খেলা শেষের আগে ৮ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৭৩ রান। রাজশাহীর চেয়ে ৬১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন শামীম হোসেন পাটোয়ারী ও আশরাফুল হাসান।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই সাব্বির হোসেনের উইকেট হারায় রাজশাহী। ফাহাদের দারুণ এক ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন ১ রান করা ডানহাতি এই ওপেনার। তিনে নেমে তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন রহমতউল্লাহ আলী। যদিও তাদের দুজনের জুটি বড় হতে দেননি ইরফান হোসেন।


promotional_ad

ডানহাতি পেসারের লেগ স্টাম্পের উপর করা ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে ফিরেছেন ১৯ রান করা তানজিদ তামিম। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হওয়া বাঁহাতি ওপেনার রান পেলেন না চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে। যদিও জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে সেঞ্চুরি পেয়েছিলেন তানজিদ। দলের রান পঞ্চাশ হওয়ার আগে আউট হয়েছেন রহমতউল্লাহ। রাজশাহীর রান যখন পঞ্চাশ ছুঁয়েছে তখন ফাহাদের বলে শামীমের হাতে ক্যাচ দিয়েছেন প্রীতম কুমার।


একই ওভারের শেষ বলে আউট হয়েছেন শাখির হোসেন শুভ্র। ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। সেখান থেকে লোয়ার অর্ডারের কেউ রাজশাহীকে টেনে তুলতে পারেননি। শেষ পর্যন্ত ফাহাদ, ইরফান ও আশরাফুলের বোলিং তোপে ১১২ রানে থামে তাদের প্রথম ইনিংস। চট্টগ্রামের হয়ে ৯ ওভারে ৩১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন ফাহাদ। দুটি করে উইকেট পেয়েছেন ইরফান ও আশরাফুল।


নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু পায় চট্টগ্রাম। পারভেজ হোসেন ইমন ও সাদিকুর রহমানের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৯৬ রান তোলে স্বাগতিকরা। ইনিংসের ২০তম ওভারে এসে নিজেদের প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন ৪১ রান করা ইমন।


একটু পর ফিরেছেন আরেক ওপেনার সাদিকুরও। তিনি অবশ্য ৫৪ রানের ইনিংস খেলেছেন। দুই ওপেনার আউট হওয়ার পর বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত দিন শেষে ৮ উইকেটে ১৭৩ রান তুলেছে চট্টগ্রাম। সফরকারী রাজশাহীর হয়ে সাব্বির এবং ওয়াসি সিদ্দিকী তিনটি করে উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball