টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ২০২৫ সালের ১১ জুন

সংবাদ
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ২০২৫ সালের ১১ জুন
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। এবার এই ফাইনালের তারিখ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৫ সালের ১১ জুন থেকে শুরু হবে এবারের এই ফাইনাল।

১১ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডে'ও। ১৬ জুন দিনটিকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। ফাইনাল ম্যাচটির টিকিটও ছেড়েছে আইসিসি।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, 'খুব দ্রুতই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ক্রিকেটীয় দিনপঞ্জিকাতে ভালো অবস্থান দখল করে নিয়েছে। ২০২৫ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তারিখ ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত।'

'টিকিটের বড় রকমের চাহিদা থাকবে, যা ভক্তদের রেজিস্টার করার জন্য উৎসাহিত করবে। রেজিস্টার করার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারবে।'

এদিকে এবারই প্রথম লর্ডসের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগে ২০২১ এবং ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল দ্যা ওভালে।

এর মধ্যে ২০২১ সালে নিউজিল্যান্ড এবং ২০২৩ সালে অস্ট্রেলিয়া শিরোপা জিতেছিল। দুবারই রানার আপ হয় ভারত। ৬৮.৫২ পয়েন্ট নিয়ে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে ভারত। ৬২.৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

আরো পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল