দুই ম্যাচ খেলে ফেললেও নিউইয়র্কের উইকেট নিয়ে চিন্তিত রোহিত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমি নির্বাচক হলে বুমরাহকে আইপিএল খেলতে দিতাম না: ভেংসরকার
৮ ঘন্টা আগে
নিউইয়র্কে এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে ভারত। যদিও উইকেট নিয়ে এখনও কোনও ধারণা পায়নি রোহিত শর্মার দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তাই নিজেদের এগিয়ে রাখতে নারাজ ভারতের অধিনায়ক।
হাই-ভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। তবে এই ম্যাচ নিয়ে আলোচনা তুলনামূলক কমই হচ্ছে। ম্যাচের আগে সমস্ত আলো কেড়ে নিয়েছে ম্যাচটির ভেন্যু নিউইয়র্কের উইকেট।

কেননা এক এক সময় এক এক রকমের আচরণ করছে সেই উইকেটটি। যার কারণে দুই ম্যাচ খেললেও কিছুই বুঝতে পারেনি ভারত। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটির খেলার পর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটিও সেখানেই খেলে ভারত।
৬ বছর পর পাকিস্তানকে হারাতে পারল ওয়েস্ট ইন্ডিজ
১৮ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে নামার আগে রোহিত বলেন, 'নিউইয়র্ক আমাদের ঘরের মাঠ না। আমরা এখানে মাত্র দুটি ম্যাচ খেলেছি কিন্তু আমাদের এখানকার আবহাওয়া নিয়েও তেমন অভিজ্ঞতা হয়নি। এটা একেক সময় একেক রকম আচরণ করছে। এমনকি পিচ কিউরেটরও দ্বিধাগ্রস্ত।'
এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে পাকিস্তান। আসন্ন এই ম্যাচে তবুও পাকিস্তানকে সমীহ করছেন রোহিত। এই উইকেটের আউটফিল্ড ধীরগতির হওয়ার কারণে আরও বেশি চিন্তিত ভারতের অধিনায়ক।
রোহিত আরও বলেন, 'আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ চিন্তা আমাদের করতে হচ্ছে। আমরা জানি না কোন পিচে খেলা হবে। তাই যেই ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে।'
'এখানকার আউট ফিল্ডও অনেক ধীরগতির। কিছু শিটে বল বাউন্স করে মাঠে কিছু শটে বল যায় না। তাই এখানে দৌড়ে রান নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদেরকে পরিস্থিত বুঝে সেভাবেই খেলতে হবে।'