এখন থেকেই বাংলাদেশ সিরিজের প্রস্তুতি শুরু করতে চান গিলেস্পি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন আগেই তিন ফরম্যাটের জন্য দুই কোচের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সীমিত ওভারের দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গ্যারি কারস্টেন আর টেস্টের প্রধান কোচ করা হয়েছে জেসন গিলেস্পিকে।
কারস্টেন এরই মধ্যে ইংল্যান্ডে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে ব্যস্ত সময় কাটাবেন তিনি। এরই মধ্যে জানা গেছে জেসন গিলেস্পিও নিজের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু করতে চলেছেন।

পাকিস্তানের সাদা পোশাকের ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্পের ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটারদেরও পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের এই কোচ। আসন্ন এই ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করবেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। মূলত এই সিরিজকে সামনে রেখেই ক্রিকেটারদের পরখ করে নিতে চান এই কোচ। তবে কবে থেকে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন তা বিস্তারিত জানা যায়নি।
গিলেস্পি বলেছেন, 'আমি পাকিস্তানে কিছুটা সময় কাটাবো এবং ঘরোয়া পরিবেশে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করব। আমি পাকিস্তানে যাওয়ার অপেক্ষায় আছি। সামনে আমাদের যে ক্যাম্প আছে সেখানে আশাকরি আমরা ফিটনেস এবং ক্রিকেটারদের স্কিল বাড়াতে কাজ করব। যা বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে কাজে লাগবে।'
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেয়ার কারণে পাকিস্তানের ক্রিকেটারদের এখনও কাছ থেকে দেখা হয়নি গিলেস্পির। দেশটির ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের জন্য তর সইছে না অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারের। গিলেস্পি জানিয়েছেন ক্যাম্প শুরু হলেই এরপর তারা এর সময়সীমা নির্ধারণ করবেন।
গিলেস্পি বলেন, 'একসঙ্গে হলে বোঝা যাবে ক্যাম্প কেমন হয়েছে, এরপর এর সময়সীমা কী হবে সেটাও জানা যাবে এবং আমরা এখান থেকেই শুরু করতে চাই, আমরা খুব উদগ্রীব হয়ে আছি। আমি পাকিস্তানে যাওয়ার জন্য ও পিসিবিতে সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমি সব ক্রিকেটারের সঙ্গে দেখা করতে চাই।'