ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রোটিয়াদের অধিনায়ক ডাসেন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। এই সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন রসি ভ্যান ডার ডাসেন।
সিরিজটি শুরু হবে আগামী ২৩ মে থেকে, শেষ হবে ২৬ মে। সবগুলো ম্যাচই হবে জ্যামাইকায়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি দিয়েই নিজেদের প্রস্তুতি সারবে সাউথ আফ্রিকা।
অবশ্য এই সিরিজে দেখা যাবে না এইডেন মার্করাম, ডেভিড মিলার ও হ্যাইনরিখ ক্লাসেনের মতো ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতির জন্য বিশ্রাম দিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

সাউথ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ডাসেনের। এবার তার কাঁধেই দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অধিনায়কের দায়িত্ব। যে দলে জায়গা পেয়েছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ফ্লোরিডায় আন্তঃস্কোয়াড একটি প্রস্তুতি ম্যাচ খেলেই বিশ্বকাপে খেলতে নামবে প্রোটিয়ারা। অন্য কোনো দলের সঙ্গে তাদের কোনো প্রস্তুতি ম্যাচও নেই।
বিশ্বকাপে 'ডি' গ্রুপে খেলবে সাউথ আফ্রিকা। এই গ্রুপে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও নেদারল্যান্ডস। আগামী ৩ জুন নাসো কাউন্ট্রি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে প্রোটিয়ারা।
সাউথ আফ্রিকা স্কোয়াড-
রসি ভ্যান ডার ডাসেন (অধিনায়ক), কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, বিজর্ন ফরচুন, অটেনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, রিজা হ্যান্ডরিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, নাকাবা পিতার, রায়ান রিকেলটন, অ্যান্ডিকে ফেলুকায়ো ও তাবরাইজ শামসি।