promotional_ad

অভিজ্ঞতা নেই, তবুও পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হাফিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

৮ জুলাই ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছে পাকিস্তান দল। এবার তাই দলটির ক্রিকেটাঙ্গনে দেখা যাচ্ছে নানান রকমের পরিবর্তন। পাকিস্তান ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর পদে আনা হয়েছে দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। এবার দলটির অন্তর্বর্তীকালীন হেড কোচও হচ্ছেন তিনি। জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে এমনটাই।


পাকিস্তান দলের পরিচালকের দায়িত্বে আগে ছিলেন মিকি আর্থার। তাকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় হাফিজকে। আসন্ন ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।


promotional_ad

এই দুটি সিরিজেই দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ হতে যাচ্ছেন হাফিজ। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টিতে খেলা হাফিজ শেষবার জাতীয় দলে খেলেন দুই বছর আগে।


আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩ হাজারের (১২৭৮০ রান) কাছাকাছি রান এবং ২৫৩ উইকেট নেয়া হাফিজের কোচিংয়ে কোনো অভিজ্ঞতাও নেই। এর আগে পিসিবিতে কখনোই এতো বড় দায়িত্বে কাজ করেননি তিনি। সম্প্রতি অবশ্য পিসিবি ক্রিকেট টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করা হয় তাকে।


পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই ম্যানেজিং ডিরেক্টরের বড় দায়িত্বে আনা হয় পাকিস্তান ক্রিকেটের 'প্রফেসর'কে। এবার দেশটির অন্তর্বর্তীকালীন হেড কোচও হচ্ছেন তিনি।


বিশ্বকাপ ব্যর্থতার কারণে বেশ কিছু পরিবর্তন হয়েছে পাকিস্তান দলে। ব্যর্থতার দায়ে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টির দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে। টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন শান মাসুদ।


সামনে কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় এই সংস্করণে এখনও কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি পিসিবি। এদিকে দলটির কোচিং স্টাফদের পোর্টফোলিও পরিবর্তন করেছে পিসিবি। এখনও অবশ্য নতুন কোচিং স্টাফে কারা আছেন সেটা ঘোষণা করেনি তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball