এখন আমাদের প্রতিটি ম্যাচই জিততে হবে: বাটলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ব্যাটারদের তীর্থভূমি হিসেবেই পরিচিত। এই মাঠেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। এরপর ব্যাটিংয়ে নেমেই ইংলিশ বোলারদের ওপর তোপ ঝেড়েছেন সাউথ আফ্রিকার ব্যাটাররা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করেছিল প্রোটিয়ারা।


জবাবে খেলতে নেমে বড় রানের চাপে পিষ্ট হয়ে ১৭০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জেরাল্ট কোয়েটজি, লুঙ্গি এনগিদি ও মার্কো জানসেনদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ইংলিশ ব্যাটাররা। অবশ্য ম্যাচ শেষে বাটলার স্বীকার করেছেন টস জিতে বোলিং নেয়ার সিদ্ধান্ত ভুল ছিল তার।


promotional_ad

এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘হ্যাঁ, তাতো অবশ্যই ভুল ছিল। এসবক্ষেত্রে পেছন ফিরে তাকাতে হয়। অবশ্য তীব্র গরমে কন্ডিশন অবিশ্বাস্য রকমের কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমি এখনও বিশ্বাস করি স্কোরটা ৩৪০-৩৫০ হওয়ার মতো। রান তাড়া করতে আমাদের শুরুটা ভালো হওয়ার প্রয়োজন ছিল। তবে হ্যাঁ, তীব্র গরমে আমাদের প্রথমে ব্যাট করা উচিত ছিল।’


আরো পড়ুন

আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস

১৫ মে ২৫
জস বাটলার (বামে) ও কুশল মেন্ডিস (ডানে), ফাইল ফটো

সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামও বাটলারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন। এদিকে চার ম্যাচ খেলে মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানি থেকে দ্বিতীয়তে রয়েছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। বাটলার মনে করেন এখন থেকে প্রতিটি ম্যাচই জিততে হবে তাদের।


বিশ্বকাপে এখন আর ভুলের সুযোগ নেই বলে মনে করেন বাটলার তিনি বলেন, 'এই হার আমাদের এমন এক জায়গায় এসে ফেলেছে যেখানে ভুলের কোনো সুযোগ নেই। সম্ভবত আমাদের এখন প্রতিটি ম্যাচই জিততে হবে। এই মুহূর্তে আমরা এই অবস্থানেই আছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball