একশ'র আগে ৬ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের ২৬২

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

সাউথ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলো নেদারল্যান্ডস। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাঁতে ব্যর্থ হয়েছে ডাচরা। যেখানে দাসুন রাজিথা ও দিলশান মাদুশাংকার তাণ্ডবে ৯১ রানে ৬ উইকেট হারিয়ে শতরান হবে কিনা সেটা নিয়েই ছিল সংশয়। সেখানে সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ভ্যান বিকের জোড়া হাফ সেঞ্চুরির পর ৪৯.৪ ওভারে ২৬২ করে অলআউট ডাচরা। ফলে প্রথম জয়ের জন্য ২৬৩ রানের লক্ষ্য তাড়া করবে এরই মাঝে তিন ম্যাচ খেলে ফেলা লঙ্কানরা।

লক্ষ্ণৌতে টস জয় করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে ডাচদের শুর থেকেই চেপে ধরেন লঙ্কান বোলার রাজিথা। তার প্রথম শিকার ছিল বিক্রমজিত সিং। মাত্র ৪ রান করে ফেরেন এই ওপেনার। এরপর ম্যাক্স ও'ডাউড ও কলিন অ্যাকারম্যান ৪১ রানের জুটি গড়লে সেটাও ভাঙেন রাজিথা। মাত্র ১৬ রান করেই আরেক ওপেনার ও'ডাউড ফেরেন বোল্ড হয়ে।


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

নিজের পরের ওভারে এসে আবারও আঘাত হানেন রাজিথা। এবার ফেরান উইকেটে থিতু হতে থাকা অ্যাকারম্যানকে। এরপর দলীয় ৬৮ রানে বাস ডি লিড (৬) ও ৭১ রানে তেজা নিদামানুরুকে (৯) ফেরান মাধুশাংকা। দলের হাল ধরতে সাউথ আফ্রিকা ম্যাচের মত এদিনও চেষ্টা করেন দলটির অধিনায়ক এডওয়ার্ডস। তবে ১৬ রান করে থিকশানার বলে বোল্ড হয়ে তিনিও সাজঘরের পথ ধরেন।


promotional_ad

এরপর শঙ্কা জাগে ছোটো সংগ্রহের। তবে ম্যাচের চিত্র বদলে দেন লো অর্ডারের দুই ব্যাটার এঙ্গেলব্রেখট ও ভ্যান বিকের নৈপুণ্যে। দুজনে মিলে গড়েন ১৩০ রানের জুটি। এসময় দুজনি তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে দলীয় ২২১ রানে সেই জুটি ভাঙেন মাধুশাংকা। এই পেসারের বলে বোল্ড হওয়ার আগে ৮২ বলে ৪ চার ও এক ছক্কায় মহা গুরুত???বপূর্ণ ৭০ রান করেন এঙ্গেলব্রেখট।


এরপর রোলফ ভ্যান ডার মারওয়েকে (৭) ফেরান মাধুশাংকা। এর কিছুক্ষণ পর আউট হন ভ্যান বিক। এক ছক্কা ও চারে ৭৫ বলে ৫৯ রান করে তিনি শিকার হন রাজিথার। এরপর আর কেউ দলের হাল ধরতে পারেনি। সবশেষ পল ভ্যান মিকেরেন রান আউট হলে। দুই বল হাঁতে থাকতেই ২৬২ রানে গুটিয়ে যায় ডাচরা। লঙ্কানদের হয়ে চারটি করে উইকেট নেন রাজিথা ও মাধুশাংকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball