শ্রীলঙ্কাকে হারালে সেটি অঘটন হবে না: নিদামানুরু

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে রীতিমতো উড়ছিল সাউথ আফ্রিকা। ছন্দে থাকা টেম্বা বাভুমার দলকে মাটিতে নামিয়েছে নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডের দল বিশ্বকাপের অন্যতম সেরা অঘটন ঘটিয়েছে প্রোটিয়াদের হারিয়ে। এবার তাদের সামনে শ্রীলঙ্কা। ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের হারাতে চায় ডাচরা। তবে লঙ্কানদের হারাতে পারলে সেটিকে অঘটন বলতে চান না তেজা নিদামানুরু।


বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও ৮১ রানে হারতে হয় নেদারল্যান্ডসকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হেরেছে ৯৯ রানে। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে চমক দেখিয়েছে ১২ বছর পর বিশ্বকাপে ফেরা দলটি। সাউথ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে পুরো দুনিয়াকে চমকে দিয়েছে ডাচরা। যার ফলে বেশ আত্মবিশ্বাসী তারা।


promotional_ad

বিশ্বকাপে আসার আগেও চমক দিয়েছে নেদার‌ল্যান্ডস। বিশ্বকাপ বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭৫ রান তাড়া করতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। যদিও জয়টা এসেছিল সুপার ওভারের লড়াই শেষে। ক্যারিবীয়দের হারালেও শ্রীলঙ্কার কাছে নেদারল্যান্ডসকে হারতে হয়েছিল ব্যাটিং ব্যর্থতায়। এবার আর সেই ভুল করতে চায় না ডাচরা।


শ্রীলঙ্কা ম্যাচের আগে নিদামানুরু বলেন, ‘বাছাই পর্বে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে কয়েকবার খেলেছি। সেখানে স্পষ্টভাবে আমরা ব্যাটিং খারাপ করেছিলাম। এরপর আমরা এটার (ব্যাটিং) জন্য কঠোর পরিশ্রম করেছি। তাই আমরা এখানে ভালো খেলতে এবং জিততে এসেছি। আমি যদি সত্য করে বলি তাহলে আমরা এটাকে (শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে) অঘটন বলবো না।’


চলতি বিশ্বকাপে দল বড় জয় পেলেও এখন পর্যন্ত ডাচদের হয়ে তেমন কোনও ভূমিকা রাখতে পারেননি নিদামানুরু। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ ও পরের ম্যাচে কিউইদের বিপক্ষে করেছেন মাত্র ২১ রান। এমনকি প্রোটিয়াদের বিপক্ষেও ২০ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল তাকে।


এমন অবস্থা থেকে বেরিয়ে দলের হয়ে অবদান রাখতে চান তিনি। নিজের ব্যাটিং ফর্ম নিয়ে হতাশা প্রকাশ করে নিদামানুরু বলেন, ‘অবশ্যই এটা (ব্যাটিং) কিছুটা হতাশাজনক। অবশ্যই, আমি দলের সাফল্যে আরও বেশি অবদান রাখতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball