অভিষিক্ত আরিফের ৫ উইকেটে জিতল মেট্রো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের

২২ ডিসেম্বর ২৪
উদযাপনে ব্যস্ত মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচে সিলেটকে ৮৮ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর মাঠে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল মেট্রো। শেষদিনে জয় পেতে তাদের সামনে ২০৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল সাদমান ইসলামের দল।


জবাবে খেলতে নেমে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট। স্বাগতিকদের হারাতে বড় ভূমিকা রেখেছেন মেট্রোর বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ। অভিষেক ম্যাচেই এই স্পিনার নিয়েছেন ৫ উইকেট। আর তাতেই বিধ্বস্ত হয়েছে সিলেটের ব্যাটিং লাইনআপ।


promotional_ad

প্রথম ইনিংসেও ২ উইকেট নিয়ে সিলেটকে ২৫১ রানে অল আউট করতে বড় ভূমিকা রেখেছিলেন আরিফ। তিনি ছাড়াও ৩ উইকেট নিয়েছিলেন আবু হায়দার রনি। মেট্রোর এই পেসার দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ৩টি উইকেট। পাশাপাশি দুই ইনিংসে ৩৪ আর ১৭ রান করে দলের রান সংগ্রহেও বড় অবদান রেখেছিলেন।


এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরাও হয়েছেন তিনি। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট মাত্র ২ রানেই ৩ উইকেট হারায়। একপ্রান্ত আগলে রেখে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন জাকের আলী। তবে তিনিও ২৯ রান করে ফিরলে এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারেনি সিলেট।


এরপর দলটির ব্যাটারদের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল ইমতিয়াজ হোসেন (২৫) ও আসাদউল্লাহ আল গালিব (২৩)। অবশ্য প্রথম ইনিংসে করা মেট্রোর ২৪৩ রানের জবাবে জাকিরের ১৪৬ বলে ১০৪ রানের ইনিংসে ৮ রানের লিড নিশ্চিত করেছিল সিলেট।


দ্বিতীয় ইনিংসে মেট্রো অল আউট হয়েছিল ২১২ রানে। ব্যাটারদের ব্যর্থতায় এই লক্ষ্য পাড়ি দিতে ব্যর্থ হয়েছে সিলেট। পরবর্তী ম্যাচে মেট্রো নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ডিভিশনের বিপক্ষে মাঠে নামবে। সিলেটের প্রতিপক্ষ ঢাকা ডিভিশন। দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১৯ অক্টোবর থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball