জয়ের নেতৃত্বে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ ইমার্জিং দল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

২২ মে ২৫
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

বিশ্বকাপে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। ৭ দিনের মধ্যেই তারা ৩ ম্যাচ খেলে ফেলেছে। এরই মধ্যে বাংলাদেশ ইমার্জিং দলও শ্রীলঙ্কা সফরে যাচ্ছে।


আসন্ন এই সফরে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


promotional_ad

আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই হবে ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আসন্ন এই সিরিজে অংশ নিতে এরই মধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ইমার্জিং দল।


বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি মাঠে গড়াবে ১৭ অক্টোবর। সিরিজের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ১৯ ও ২২ অক্টোবর। এরপর প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ২৫ অক্টোবর থেকে।


সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ১ নভেম্বর থেকে। সিরিজ শেষে আগামী ৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ ইমার্জিং দলের।


বাংলাদেশ ইমার্জিং দল-


মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), অমিত হাসান, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, প্রীতম কুমার, আকবর আলী, রকিবুল হাসান, নাঈম আহমেদ, মুসফিক হাসান, রিপন মন্ডল, আহমেদ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, পারভেজ হোসেন ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, রিশাদ হোসেন, হাসান মুরাদ, আইচ মোল্লা ও নাহিদ রানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball