promotional_ad

পাকিস্তান আর বাবর নির্ভর নয়: গাভাস্কার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩ ম্যাচের পাকিস্তান সফর, সব ম্যাচ লাহোরে

১৬ ঘন্টা আগে
ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিয়েছে পাকিস্তান। সেঞ্চুরি করে পাকিস্তানের এই জয়ে বড় অবদান রেখেছেন দুই টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিক। 


ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাবর আজমের দলের এমন পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবেই দেখছেন ভারতের সাবেক ওপেনার সুনীল গাভাস্কার। তিনি মনে করেন পাকিস্তান দলের বাবর নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে।


promotional_ad

বিশেষ করে আব্দুল্লাহ শফিকের ইনিংসের প্রশংসা করেছেন গাভাস্কার। পাকিস্তানের এই ব্যাটারকে দেখে টেস্ট ব্যাটসম্যান মনে হলেও রিজওয়ানের সঙ্গে তিনি যেভাবে ইনিংস বড় করেছেন এর প্রশংসা না করে পারছেন না ভারতের এই কিংবদন্তি ব্যাটার।


আরো পড়ুন

বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি

১৭ মে ২৫
রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি

তিনি বলেন, 'যখন আপনি ৩৫০ রান তাড়া করছেন তখন অনেক কিছুর প্রয়োজন থাকে। যদিও তারা দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়েছিল এই ম্যাচে। আমি সবকিছুর ঊর্ধে থেকে বলতে চাই আমরা জানি রিজওয়ান কি করতে পারে। কিন্তু আব্দুল্লাহ শফিক, সে দেখতে টেস্ট ব্যাটসম্যানের মতো। সে যেভাবে রিজওয়ানকে নিয়ে ইনিংস বড় করেছে এটা দুর্দান্ত।'


গাভাস্কার মনে করেন পাকিস্তান দল বুঝতে পেরেছে বাবর নির্ভরতা থেকে বেরিয়ে আসার। বাবর ব্যর্থ হলে অন্য ব্যাটারদের দায়িত্ব নিয়ে পারফর্ম করতে হবে। এমনকি এতে করে বাবরও নির্ভার হয়ে খেলতে পারবেন বলে বিশ্বাস ভারতীয় সাবেক এই ওপেনারের।


তার ভাষ্য, 'পাকিস্তান বুঝে গেছে বাবরের ওপর এখন নির্ভর করতে হবে না। যদি বাবর ব্যর্থ হয় তাহলে অন্য ব্যাটার আছে যাদের রান করতে হবে। আমি মনে করি এটা বাবরের জন্যও গুরুত্বপূর্ণ। সব সময় রান করার জন্য তার ওপর চাপ থাকবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball