এশিয়া কাপ থেকে ছিটকে যাচ্ছেন চামিরা, শঙ্কায় হাসারাঙ্গাও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না’

১১ ঘন্টা আগে
টি-টোয়েন্টিতে সিরিজসেরা লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন দুশমন্থ চামিরা। কাঁধের ইনজুরির কারণে ঘরের মাঠে অনুষ্ঠেয় এই মেগা ইভেন্টে খেলা হচ্ছে না এই ফাস্ট বোলারের। সম্প্রতি ৩১ বছর বয়সী এই পেসারের ইনজুরি ও ছিটকে যাওয়ার খবরটি জানিয়েছে শ্রীলঙ্কার গণমাধ্যম।


সদ্য সমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) একটি ম্যাচ খেলতে গিয়ে এই ইনজুরিতে পড়েন চামিরা। বিশ্বকাপে তাকে ফিট হিসেবে চায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যার কারণে এশিয়া কাপ চলাকালীন চামিরাকে বিশ্রাম নিতে বলেছে এসএলসি।


promotional_ad

বোর্ডের একটি সূত্র লঙ্কান গণমাধ্যমকে বলেছে, 'সে কাঁধের ইনজুরিতে পড়েছে এবং তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে লঙ্কা প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলতে গিয়েই সে ইনজুরিতে পড়েছে। এলপিএলের আগে সে গোড়ালির ইনজুরি কাটিয়ে ওঠে।'


'বিশ্বকাপে আমরা তাকে পুরোপুরি ফিট চাই। যে কারণে এশিয়া কাপের স্কোয়াডে তাকে রাখা হয়নি। যদি সে পুরোপুরি ফিট হয় তাহলে সে বিশ্বকাপের স্কোয়াডে থাকবে।'


এদিকে ইনজুরির শঙ্কা আছে লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েও। এলপিএলে মৌসুম সেরা অলরাউন্ডারের পুরষ্কার পাওয়া এই অলরাউন্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। যদিও এশিয়া কাপ থেকে ছিটকে যাননি তিনি।


জানা গেছে, ২৬ বছর বয়সী হাসারাঙ্গার ফিটনেস ক্লিয়ারেন্স শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের অপেক্ষায় আছে। লঙ্কান বোর্ডের একটি সূত্র জানিয়েছে, শুরুর দিকের ম্যাচগুলোতে বিশ্রাম দিয়ে হলেও হাসারাঙ্গাকে এই মেগা ইভেন্টে খেলাতে চায় শ্রীলঙ্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball