ইয়ং-চ্যাপম্যান-লিস্টারে সিরিজ নিউজিল্যান্ডের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান

৬ জুলাই ২৫
ফাইল ছবি

আগের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলেও সিরিজের শেষ ম্যাচে সেটি আর করা হয়নি সংযুক্ত আরব আমিরাতের। দুবাইতে সফরকারীদের বিপক্ষে ৩২ রানে হেরেছে দলটি। আর তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল কিউইরা। উইল ইয়ং-মার্ক চ্যাপম্যানের ব্যাটিং এবং বেন লিস্টারের অসাধারণ বোলিংয়ে এই জয় পেয়েছে তারা।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৬ রান তোলে নিউজিল্যান্ড। ৩৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। চাঁদ বাওয়েস ৯ এবং টিম সেইফার্ট ১৩ রানে বিদায় নেন। তারপর ৮৪ রানের জুটি গড়েন ইয়ং-চ্যাপম্যান।


promotional_ad

ইনিংসের ১৫তম ওভারে বিদায় নেয়ার আগে ৪৬ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৫৬ রান করেন ইয়ং। এর এক ওভার পরে বিদায় নেন চ্যাপম্যানের ব্যাটে আসে ৩২ বলে ৫১ রানের ইনিংস। পাঁচটি চার ও দুটি ছক্কায় সাজানো ছিল এই ইনিংসটি।


আরো পড়ুন

তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের

১৪ জুলাই ২৫
মাফাকাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস

শেষদিকে মিচেল সান্টনার ১১ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের হয়ে ২৬ রান খরচায় তিনটি উইকেট নেন জুনায়েদ সিদ্দিকী। এ ছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ এবং জাহুর খান।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন আগের ম্যাচের ম্যাচসেরা হওয়া আয়ান আফজাল খান।


৩৬ বলে খেলা তার এই ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কার মার। এ ছাড়া শেষ পর্যন্ত ২৮ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন বাসিল হামিদ। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুজন ৬৮ রানের জুটি গড়লেও দলকে জেতানোর জন্য সেটা যথেষ্ট ছিল না।


কিউইদের হয়ে ৩৫ রান খরচায় তিন উইকেট নেন লিস্টার। একটি করে উইকেট নেন কাইল জেমিসন, সান্টনার এবং আদিত্য অশোক। ম্যাচসেরা হন ইয়ং। তিন ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিসহ ১২৯ রান করে সিরিজসেরা হন চ্যাপম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball