অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন তামিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাইলস্টোন ট্র্যাজেডিতে তামিম-তাসকিন-লিটনসহ ক্রিকেট মহলে শোক
৩ ঘন্টা আগে
একদিন পরেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা শেষে তামিম এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ফেরা হচ্ছে না তামিমের।
প্রধানমন্ত্রী তাকে এক-দেড় মাসের সময় দিয়েছেন। এর মধ্যে মানসিকভাবে চাঙ্গা হওয়ার পরামর্শ দিয়েছেন তাকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে 'না' বলাটা তার জন্য অসম্ভব।

তামিম বলেছেন, 'আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় দাওয়াত করেছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন, খেলায় ফিরে আসতে। আমি আমার অবসরের সিদ্ধান্ত এই মুহূর্তে ফিরিয়ে নিচ্ছি। কারণ আমি সবাইকে 'না' বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে 'না' বলা আমার জন্য অসম্ভব।'
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ঘটনায় শাহীন আফ্রিদির শোক
২৯ মিনিট আগে
'পাপন ভাই, মাশরাফি ভাই অনেক বড় প্রভাব রেখেছেন। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি... তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ্ খেলব।'
এর আগে বেলা আড়াইটায় গণভবনে পৌঁছান। একই সময় প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হন মাশরাফি বিন মুর্তজাও। খানিক বাদেই গণভবনে পা রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দীর্ঘ তিন ঘণ্টার বৈঠকের পর তামিম নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন।
এর আগে বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। এরপর এদিন রাতেই জরুরী বৈঠক অনুষ্ঠিত হয় বিসিবির। সেখান থেকে বেরিয়ে বিসিবি সভাপতি জানান তামিমের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসবেন তারা।