এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ খেলা হচ্ছে না পান্তের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাতিল চান ক্লাসেন

৩ জুলাই ২৫
সেঞ্চুরির পর ক্লাসেনের উদযাপন

আসন্ন এশিয়া কাপ ও ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না ঋষভ পান্তের। পুরোপুরি সুস্থ হয়ে এই ক্রিকেটারের মাঠে ফিরতে সময় লাগবে আরও। ফলে ২০২৪ সালের আগে মাঠে ফেরা হচ্ছে না পান্তের। 


গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় আহত হন পান্ত। এ কারণেই চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটলসের হয়ে খেলছেন না তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি, থাকবেন না আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও।


promotional_ad

ক্রিকবাজ জানিয়েছে, পান্ত দ্রুত সুস্থ হয়ে উঠলেও তিনি আগামী বছরের জানুয়ারির আগে ফিরতে পারবেন না। ফলে বিশ্বকাপ ও এশিয়া কাপে নিশ্চিত তিনি খেলতে পারবেন না। যদিও পান্ত খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে পুরোপুরি সুস্থ হতে এখনও অন্তত সাত থেকে আট মাস সময় লাগবে।


দূর্ঘটনার পর ধারণা করা হচ্ছিল পান্ত দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও বিশ্বকাপের আগে ফিরতে পারবেন। কিন্তু এবার সেই আশাও শেষ। অবশ্য বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি।


সম্প্রতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস ক্যাম্পে দেখা গেছে ঋষভ পন্তকে। ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।দুর্ঘটনায় লিগামেন্টে গুরুতর চোট পান পান্ত। করাতে হয় অস্ত্রোপচারও । চলতি বছরের জানুয়ারিতে তার অস্ত্রোপচার হয়।


বিসিসিআই তাকে সুস্থ হতে সব ধরনের সহায়তা দিচ্ছে। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের চোট নিয়ে কাজ করছেন পান্ত। তবে ওয়ানডে বিশ্বকাপে পান্তের মত একজন ক্রিকেটারের না থাকা ভারতের ক্রিকেটের জন্য বড় ধাক্কাই হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball