রিজওয়ানের আরও কাছে সূর্য

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের মান্ধানাকে টপকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ডের সিভার-ব্রান্ট

২৯ জুলাই ২৫
স্মৃতি মান্ধানা ও ন্যাট সিভার-ব্রান্ট

সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে ৫০ রানে অপরাজিত ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৬১ রানের ইনিংস। যদিও শেষ ম্যাচে মাত্র ৮ রান করে আউট হয়েছেন তিনি।


এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। সূর্যকুমারের নামের পাশে যোগ হয়েছে ১৬ রেটিং পয়েন্ট। যদিও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এখনও তিনি দুই নম্বর স্থান ধরে রেখেছেন। 


promotional_ad

আর এক নম্বর স্থান ধরে রেখেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ টি-টোয়েন্টিতে বিশ্রামে ছিলেন রিজওয়ান। এরপর সপ্তম টি-টোয়েন্টিতে ফিরে রিজওয়ানের ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান।


আরো পড়ুন

বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপে খেলবে পাকিস্তান

১৭ আগস্ট ২৫
পাকিস্তান স্কোয়াড, ফাইল ফটো

এর ফলে র‍্যাঙ্কিংয়ে সূর্যকুমারের সঙ্গে ব্যবধান কমেছে রিজওয়ানের। এই দুজনের ব্যবধান এখন মাত্র ৩৭ রেটিং পয়েন্ট। ৮৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে সূর্যকুমার। আর রিজওয়ান ৮৫৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে। এদিকে তিন নম্বরে জায়গা ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। 


সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ খেলে ৭ ধাপ উন্নতি করেছেন লোকেশ রাহুল। তার অবস্থান ১৪ নম্বরে। দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১০৮ রান। কুইন্টন ডি কক ৮ ধাপ এগিয়েছেন। তিনি আছেন ১২ নম্বরে। সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা রাইলি রুশো ২৩ ধাপ উন্নতি করেছেন।


এখন তিনি অবস্থান করছেন ২০ নম্বরে। আর ১০ ধাপ উন্নতি করে ২৯ নম্বরে উঠে এসেছেন ডেভিড মিলার। ২৬ আর ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে এক ধাপ উন্নতি করেছেন ডেভিড মালান। তিনি আছেন ৫ নম্বরে। ইংলিশ ব্যাটার বেন ডাকেট ৮ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২৪ নম্বরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball