আড়াই মাসের আইপিএলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল বিশ্বসেরা টুর্নামেন্ট, আবারও আমি ফিরতে চাই: ব্রুক
৪ ঘন্টা আগে
কদিন আগেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর থেকেই আইপিএলের জন্য আড়াই মাসের একটি উইন্ডো রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই সময় কোনো আন্তর্জাতিক সিরিজ চলবে না বলেও জানিয়েছে তারা।
এই বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংস্থাটির চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছেন, আইসিসির পরবর্তী সভায় তারা এই বিষয়ে চ্যালেঞ্জ জানাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে আইসিসির বার্ষিক সাধারণ সভা।

আইপিএলের বর্ধিত উইন্ডোর সমালোচনা করে রমিজ বলেন, 'এখনও ঘোষণা আসেনি অথবা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি আইপিএলের বর্ধিত সময়ের বিষয়ে। আমি আমার মতামত জানাবো আইসিসির সভায়।'
পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইউসুফ
১৩ জুন ২৫
ক্রিকেট বিশ্বের উন্নয়নের কথা বলে দ্বিপাক্ষিক সিরিজগুলোকে সংকুচিত করা হলে পিসিবি এর প্রতিবাদ জানাবে বলেও জানিয়েছেন রমিজ। সেই সঙ্গে আইসিসির কাছে নিজেদের দৃষ্টিভঙ্গী তুলে ধরবে তারা।
রমিজের ভাষ্য, 'আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার, ক্রিকেট বিশ্বে যদি এমন কোনো পরিবর্তন হয় যার কারণে আমরা সংকুচিত হচ্ছি আমরা কঠোরভাবে এর প্রতিবাদ জানাবো এবং আইসিসির কাছে আমাদের দৃষ্টি ভঙ্গী শক্তভাবে তুলে ধরবো।'
গেল সপ্তাহে বিসিসিআইয়ের সচিব জয় শাহ আইপিএলের উইন্ডো নিয়ে বলেন, 'আমি নিশ্চিতভাবে জানাতে পারি, পরের বছর থেকে আইপিএলের জন্য আইসিসির পক্ষ থেকে আড়াই মাসের উইন্ডো বরাদ্দ থাকবে। কারণ আমরা চাই আন্তর্জাতিক পর্যায়ের সেরা ক্রিকেটাররা সবাই আইপিএলে খেলুক। আমরা আইসিসির পাশাপাশি বিভিন্ন বোর্ডের সঙ্গেও এ নিয়ে কথা বলেছি।'