ভুবনেশ্বর আমাদের চাপে রেখেছিল: বাউচার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ৩ নম্বরে মান্ধানা
৭ ঘন্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ভারতের বেশ কয়েক জন নিয়মিত সদস্য বিশ্রামে ছিলেন। তাদের অনুপস্থিতিতে একাদশে সুযোগ মিলেছিল ভুবনেশ্বর কুমারের। প্রোটিয়াদের বিপক্ষে সুযোগ পেয়ে নিজেকে আরও একবার প্রামণ করেছেন এই অভিজ্ঞ পেসার। বিশেষ করে নতুন বলে প্রতিপক্ষকে চাপে রেখেছেন তিনি, যা সিরিজ শেষে মার্ক বাউচারের কন্ঠেও শোনা গেছে।
ঘরের মাঠের এই সিরিজে ভারতের হয়ে নতুন বলে ভালো শুরুর দায়িত্বটা ভুবনেশ্বরের কাঁধেই ছিল। সেখানে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন এই অভিজ্ঞ পেসার। খুব বেশি উইকেট না পেলেও কিপটে বোলিং করে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পেরেছেন তিনি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিছুটা খরুচে ছিলেন ভুবনেশ্বর। ৪৩ রানে শিকার করেছিলেন এক উইকেট। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ফিরেন এই অভিজ্ঞ পেসার। ১৩ রানের বিনিময়ে শিকার করেন ৪ উইকেট। আর সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি মিলিয়ে এক উইকেট পেলেও বেশ কিপটে বোলিং করেছেন তিনি।
বাউচার বলেন, 'পুরো সিরিজে ভুবি (ভুবনেশ্বর) দারুণ ছিল। আমরা কিছু বিশ্বমানের বোলিংয়ের বিপক্ষে খেলেছি। সে পাওয়ারপ্লেতে আমাদের চাপের মধ্যে রেখেছিল। যেখানে (দিল্লিতে) আমরা ভাল শুরু করেছিলাম সেই একটি ম্যাচ বাদ দিলে, তারা পাওয়ারপ্লেতে বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই আমাদের ওপর আধিপত্য বিস্তার করেছে।'
এই সিরিজের আগেই দীর্ঘ দুই মাস ধরে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দক্ষিণ আফ্রিকার এই দলের বেশ কয়েকজন ক্রিকেটার সেখানে খেলেছেন। তাই তারা টানা ক্রিকেটের মধ্যে আছেন। যারফলে তারা কিছুটা ক্লান্ত ছিল বলে মনে করেন বাউচার।
তিনি বলেন, 'আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমাদের খেলোয়াড়রা পুরো আইপিএল জুড়ে ছিল এবং তার পরপরই ভারত সফরে আসা বেশ কঠিন ছিল।'