ভারত শক্তিশালী হলেও নিজেদের প্রমাণ করতে চান লিচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিচই ইংল্যান্ডের সেরা স্পিনার, বিশ্বাস লায়নের

৩১ জুলাই ২৫
জ্যাক লিচ ও নাথান লায়ন

ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষেই, এই সিরিজের জন্য ইংল্যান্ডের মাটিতে প্রস্তু্তি নিচ্ছে বিরট কোহলির দল। তাই হোম কন্ডিশনেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইংলিশদের জন্য। তবে এই সিরিজে নিজের সামর্থ্যের জানান দিতে মুখিয়ে আছেন ইংলিশ স্পিনার জ্যাক লিচ।


এ বছরের ফেব্রুয়ারী-মার্চে ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে ৩-১ ব্যবধনে হেরেছিল ইংল্যান্ড। ইংলিশদের একমাত্র জয়টা ছিল প্রথম টেস্টে। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে লিচ শিকার করেছিলেন ৬ উইকেট। আর সিরিজে তিনি একাই তুলে নিয়েছেন ১৮ উইকেট। একই প্রতিপক্ষের বিপক্ষে এবার ঘরের মাঠেও আত্মবিশ্বাসী এই স্পিনার।


promotional_ad

ঘরের মাঠে বোলিং করাটা সবসময় উপভোগ করেন লিচ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি বিশ্বাস করি তাদের বিপক্ষে ভালো করব। উইকেট যদি ভালো থাকে তাহলে তার সাথে আপনাকে মানিয়ে নিতে হবে। আমি ইংল্যান্ডে স্পিন বোলিং উপভোগ করি। ভারত খুবই শক্তিশালী দল, তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের পারফরম্যান্স বলে দেবে আমরা কোথায় আছি।'


আরো পড়ুন

অ্যাশেজে হেডকে তিনে চান পন্টিং

২০ ঘন্টা আগে
ট্রাভিস হেডকে তিন নম্বরে চান রিকি পন্টিং, ফাইল ফটো

আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে নিজের সেরাটা দিয়ে দলে নিয়মিত হতে চান লিচ। তিনি বলেন, 'আমি মনে করি, আমি এখনও দলে জায়গা পাকা করার চেষ্টা করছি। এটাই আমার মূল লক্ষ্য। আমি ভালো কিছু করতে চাই যাতে দলে জায়গা পাই এবং নিয়মিত পারফর্ম করতে পারি।'


সম্প্রতি অনির্দিষ্ট কালের জন্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সতীর্থের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন লিচ। এ প্রসঙ্গে তার ভাষ্য, 'সকলেই স্টোকসের পাশে আছে এবং সাধ্যমত সহযোগীতা করছে। সে মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়িছে যা প্রশংসাযোগ্য। সে আমাদের দলের গুরুত্বপূর্ন সদস্য, আমরা তার শূণ্যতা অনুভব করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball