ক্লার্কের খেলা দ্রুততম বোলার শোয়েব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিসিবি চাইলে ১২ জনকে ‘সুপারস্টার’ বানানোর দায়িত্ব নেবেন শোয়েব
১২ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার বিশকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। ভারতের বিপক্ষে ২০০০ সালে দেশটির হয়ে তার অভিষেক ঘটে। ১৫ বছরের ক্যারিয়ারে অনেক বোলারেরই মুখোমুখি হয়েছেন এই অজি ব্যাটসম্যান।
মোকাবেলা করেছেন শোয়েব আখতারদের মতো গতি তারকাদের। অস্ট্রেলিয়ান হওয়ায় একই দলের হয়ে খেলেছেন মিচেল জনসন, ব্রেট লি, শন টেইট কিংবা জেসন গিলেস্পির মতো ক্রিকেটারদের।
মোকাবেলা করেছেন ইংল্যান্ডের অ্যান্ডু ফ্লিনটফকেও। তাদের মধ্যে দ্রুততম কে? এমন প্রশ্নে জবাবে জানিয়েছেন পাকিস্তানের শোয়েবই দ্রুততম। কারণ তার রয়েছে ১৬০ কি:মি: গতিতে বল করার ক্ষমতা।

একটি পডকাস্টে ক্লাক বলেন, 'আমার মুখোমুখি হওয়াদের মধ্যে শোয়েব আখতারের সবচেয়ে দ্রুত। সে ১৬০ কি:মি: গতিতে বোলিং করতে পারত। বিভিন্ন ধরণের বোলার ছিল যারা তিন ওভারের জন্য দ্রুত বোলিং করতে পারত।'
স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লার্ক
২৭ আগস্ট ২৫
তিনি আরো বলেন, 'ফ্লিনটফ ১২ ওভারের জন্য দ্রুত ছিল। লিও দ্রুত ছিল। শোয়েব তাদের মধ্যে দ্রুততম ছিল। শন টেইট, মিচেল জনসন, ব্রেট লি এবং জেসন গিলেস্পিও দ্রুত ছিলেন। তবে শোয়েব আখতার ছিলেন দ্রুততম।'
পেসার ছাড়াও ক্লার্কের চোখে সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এ ছাড়া স্পিনারদের সেরা হিসেবে তিনি জনিয়েছেন শেন ওয়ার্নের কথা। এত গণমাধ্যমের এর চাপ সামলেও তার খেলা আকৃষ্ট করেছে ক্লার্ককে।
এ সম্পর্কে তিনি বলেন, ' আমি মনে করি এটিই তাঁর সবচেয়ে বড় শক্তি। সে যখন মাঠে নামত এতটা মিডিয়া চাপ সহ্য করেও সে পারফর্ম করতে সক্ষম হত। তাঁর ক্যারিয়ারের সব কিছুই সে সর্বোচ্চ উচ্চতায় রেখেছিল।'