করোনা মোকাবেলায় ৭.৫ কোটি রুপি অনুদান দিলো রাজস্থান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টিতে সেরা দশে মুস্তাফিজ, ১৩৩ ধাপ এগোলেন সাইফ

৪ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ফাইল ফটো

করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়াতে সাঞ্জু স্যামসন, মুস্তাফিজুর রহমান, ক্রিস মরিস ও জস বাটলারদের নিয়ে নিজেদের অর্থায়নে তহবিল গঠন করেছে রাজস্থান রয়্যালস। যেখান থেকে করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে ৭.৫ কোটি রুপি অনুদান দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।


করোনাভাইরাসের প্রথম দফা কাটিয়ে ওঠলেও দ্বিতীয় ঢেউয়ে একেবারে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ,দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ করে মানুষ। মৃত্যুর সংখ্যটাও হু হু করে বাড়ছে। সেই সঙ্গে পুরো ভারত জুড়ে চলছে অক্সিজেনের জন্য হাহাকার।

অক্সিজেনের অভাবে প্রতিদিনই কোভিড আক্রান্ত রোগীরা মারা যাচ্ছে। তাতে অনেকটা বিপাকে পড়ে গেছে ভারত। দেশটির এমন বিপর্যস্ত সময়ে পাশে এসে দাঁড়িয়েছে রাজস্থান। ভারতের করোনা মোকাবেলায় সাড়ে সাত কোটি রুপি দিয়েছে দলটি। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি আর বৈদেশি মুদ্রায় প্রায় এক মিলিয়ন ডলারের বেশি।


promotional_ad

দলটির ক্রিকেটার, ম্যানেজমেন্ট এবং মালিকপক্ষের অনুদানে এই অর্থ জোগাড় করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উদ্যোগে করোনা মোকাবেলায় এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।


আরো পড়ুন

বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে এসব কখনোই কাম্য নয়: মিঠুন

৫৪ মিনিট আগে
মোহাম্মদ মিঠুন, ক্রিকফ্রেঞ্জি

এ প্রসঙ্গে এক বিবৃতিতে রাজস্থানের পক্ষ থেকে বলা হয়েছে যে, রাজস্থান রয়্যালস তাদের মালিক, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের পক্ষ থেকে ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য অনুদান হিসেবে ঘোষণা দিচ্ছে। এটি রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের অধীনে বাস্তবায়িত হবে।’


— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2021


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball