করোনা প্রটোকল ভেঙে বেঙ্গালুরু শিবিরে পাডিকাল, নাখোশ ফ্র্যাঞ্চাইজি কর্তারা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষৌয়ের মেন্টরের দায়িত্ব ছাড়লেন জহির খান

১৮ সেপ্টেম্বর ২৫
লক্ষৌয়ের জার্সিতে জহির খান

আজ (৯ এপ্রিল) থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসর। প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অথচ এই ম্যাচে নেই দলটির গত আসরেরে সেরা ব্যাটসম্যান ব্যাটসম্যান দেবদূত পাডিকাল।


তার প্রতি অভিযোগ আইপিএলের দেয়া কোয়ারেন্টাইন নীতিমালা অনুসরণ না করেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। অর্থ্যাত বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টাইন পালন করেননি এই ২০ বছর বয়সী ব্যাটসম্যান। তবুও দলের সঙ্গে যোগ দিয়েছেন।


promotional_ad

এ নিয়ে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টের প্রতি অভিযোগ এনেছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের এ ধরণের কর্মকান্ডে বেশ নাখোশও তারা। এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেন, 'যদি হোম কোয়ারেন্টাইনকে অনুমতি দেওয়া হয়, তবে আমাদের দলের অনেক সদস্যই এটি পালন করতেন।'


৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন না করলেও অবশ্য অনেক দিন থেকেই বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন পাডিকাল। গত ২২ মার্চ তার করোনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে। তারপর থেকেই ঘরবন্দি ছিলেন তিনি।


এরপর করোনা নেগেটিভ সনদ নিয়ে দলের জৈব সুরক্ষা বলয়ে গত ৭ এপ্রিল যোগ দেন। এর আগে তার শরীর থেকে তিনবার নমুনা নিয়ে করা করোনা পরীক্ষা করানো হয়। তিনবারই সেই পরীক্ষার ফলাফলা নেগেটিভ আসে।


তাই বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টের দাবি বিসিসিআইয়ের যথাযথ নিয়ম মেনেই পাড্ডিকালকে সুরক্ষা বলয়ে প্রবেশ করিয়েছেন তারা। এ প্রসঙ্গে বেঙ্গালুরু এক বিবৃতিতে জানায়, 'তার কোভিড পরীক্ষায় তিনটি নেতিবাচক প্রতিবেদন ছিল এবং আমরা বিসিসিআইয়ের সমস্ত নিয়ম অনুসরণ করেছি।'


তারা আরো জানায়, 'আমরা জানাতে পেরে সন্তুষ্ট যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাঁ-হাতি ব্যাটসম্যান দেবদূত পাড্ডিকাল, বিসিসিআই প্রোটোকল অনুসারে ৭এপ্রিল দলের সঙ্গে যোগ দিয়েছেন। নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে তার সাথে আরসিবি মেডিকেল টিমের অবিচ্ছিন্ন যোগাযোগ ছিল। '



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball