আত্মবিশ্বাসী সাকিবে মুগ্ধ মাইক হাসি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান সাকিব আল হাসান। টানা দুটি অর্ধশতকের পর পরপর দুটি শতকও হাঁকিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। নিজের ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিপক্ষের বোলারদের মোকাবেলা করছেন তিনি। সাকিবের এই ব্যাটিংশৈলী মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইক হাসিকে।
ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের অসাধারণ ইনিংস খেলার পর সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ব্যাট ছিল আরও বেশি আলোকিত। ক্যারিবীয়দের দেয়া ৩২২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে সাত উইকেটের দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন তিনি।

নিজের ইনিংসের চতুর্থ বলেই জেসন হোল্ডারকে সোজা ব্যাটে চার মেরে জানান দিয়েছিলেন তাঁর উপস্থিতি। এরপর শ্যানন গ্যাব্রিয়েল, শেল্ডন কট্রেল, হোল্ডারদের শাসন করে ১২৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছেন তিনি। এমন ব্যাটিং বলে দেয়, ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য হাসিও তাই মনে করেন।
'সে (সাকিব) খুবই কার্যকরী একজন ক্রিকেটার। আমি তার পুরো ক্যারিয়ারে এতো ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করতে দেখিনি। ইনিংসের শুরু থেকেই সে আত্মবিশ্বাসের সাথে শট খেলছে।'
বল হাতেও বাংলাদেশের কার্যকরী বোলার সাকিব। ক্যারিবীয়দের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে এভিন লুইস এবং নিকোলাস পুরানের উইকেট নেন তিনি। ৮ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রান খরচ করেছেন বাঁহাতি এই স্পিনার। দলের দুই ক্রিকেটারের কাজটা একাই করে দিচ্ছেন সাকিব, বলছেন হাসি। তাঁর মতে, সাকিবকে বাংলাদেশের মূল্যবান সম্পদ বললে ভুল হবে না।
'আপনি যদি ওর বোলিং নিয়ে কথা বলেন, তাহলে বলব সে কার্যকরী একজন বোলারও। দলের এমন একজন ক্রিকেটার সে, যে কি না দুই ভূমিকাই পালন করে আসছে। এক সঙ্গে দুই খেলোয়াড়ের কাজ করছে সাকিব। বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার সে। দলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার সে।’ একটি ভিডিও বার্তায় এমনই বলেছেন অস্ট্রেলিয়ার হয়ে ১৮৫ ওয়ানডে খেলা হাসি।