promotional_ad

বিশ্বাসই জয় এনে দিয়েছে বাংলাদেশকে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে এই বিশ্বাসই বাংলাদেশকে জয় এনে দিয়েছে, মনে করেন বাংলাদেশ দলের সহঅধিনায়ক সাকিব আল হাসান।


প্রথমে ব্যাটিং করে ৩২২ রানের বিশাল লক্ষ্য বাংলাদেশের সামনে ছুঁড়ে দিয়েছিল ক্যারিবিয়ানরা। তিনশ ছাড়ানো লক্ষ্য দেখেও মনোবল হারায়নি টাইগাররা। ঠাণ্ডা মাথায় খেলে সাত উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে মাশরাফির দল।


promotional_ad

'ওরা যখন ৩২০ করেছে ড্রেসিং রুমে তখনও কেউ উত্তেজিত হয় নি। সেটা একটা ভালো দিক ছিল, সবার ভিতরে বিশ্বাস ছিল যে আমরা এই রানটা তাড়া করতে পারব,'ম্যাচ শেষে বলেছিলেন দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা সাকিব।


গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। উত্তেজিত না হয়ে সহজাত ব্যাটিং করে দলের জয়ে রেখেছেন বড় অবদান। ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দিয়েছিলেন অবিশ্বাস্য জয়। বিশ্বকাপে এটি তাঁর টানা দ্বিতীয় শতক।


শুধু সাকিব নয়, লিটন কুমার দাসের ভূমিকাও কোন অংশে কম নয়। সাকিবের সাথে ১৮৯ রানের জুটি গড়েছেন তিনি। খেলেছেন অপরাজিত ৯৪ রানের নান্দনিক এক ইনিংস।


এছাড়া বাংলাদেশ দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল খেলেছেন ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের ২৯ রানের ইনিংটিও বেশ ভালো ভূমিকা রেখেছে দলের জয়ে। ম্যাচটি জিততে সকলেই ছিলেন আত্মবিশ্বাসী, যা টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে স্পষ্ট পরিলক্ষিক হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball