কঠিন পরীক্ষায় উত্তীর্ণ লিটনঃ মাশরাফি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলে কম্বিনেশনের কারণে জায়গা হচ্ছিল না টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাসের। দলের হয়ে উদ্বোধনী জুটির দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ তামিম ইকবাল এবং ফর্মে থাকা সৌম্য সরকার। মিডেল অর্ডারে মোহাম্মদ মিঠুনের অফ ফর্ম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে জায়গা করে দিয়েছিল তাঁকে। তবে টপ অর্ডার ব্যাটসম্যান হয়ে নয়, খেলবেন পাঁচ নম্বরে। কঠিন পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হয়েছেন লিটন, বলছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মিডেল অর্ডারের কঠিন দায়িত্ব খুব ভালো ভাবেই পালন করতে সক্ষম হয়েছেন লিটন। শতক হাঁকানো বাঁহাতি ব্যাটসম্যান সাকিব আল হাসানের সাথে গড়েছেন ১৮৯ রানের অসাধারণ এক জুটি। সাকিবকে সঙ্গ দেয়ার পাশাপাশি দলের জয়ে রেখেছেন অসাধারণ অবদান।

তুলে নিয়েছিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। ৬৯ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে তাঁর অবদানও কোনো অংশে কম নয়। নতুন পজিশনে লিটনের নিজের দায়িত্ব অসাধারণভাবে পালন করেছেন, যা সন্তুষ্ট করেছে মাশরাফিকে।
'লিটন সাধারণত উপরে ব্যাটিং করে থাকে। তাঁর জন্য পাঁচ নম্বরে ব্যাটিং করা কঠিন ছিল। কিন্তু দারুণভাবে সে তাঁর কাজ সম্পন্ন করেছে,' ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছিলেন মাশরাফি।
দলের জয়ে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। সৌম্য সরকারও রেখেছিলেন অবদান, ২৯ রানের ইনিংস খেলে। ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩২২ রানের বিশাল লক্ষ্য তাড়া জেতার রেকর্ড গড়েছে বাংলাদেশ।
বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সাত উইকেটের এ জয় বাংলাদেশকে পৌঁছে দিয়েছে পাঁচ নম্বরে। ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় সেরা চারের আশা বাঁচিয়ে রেখেছে টাইগারদের।