চিন্তিত নন রোডস

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে একদমই চিন্তিত নন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। টাইগার দলের অন্যতম সেরা বোলার মুস্তাফিজ, নির্দ্বিধায় স্বীকার করেছেন তিনি।
ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো সময় কাটছে না মুস্তাফিজের। পরপর দুটি ম্যাচে খরুচে বোলিং করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৩ রান দেয়ার পর উইন্ডিজদের বিপক্ষে দিয়েছেন ৮৪ রান। বিশ্বকাপের আগে দলের সেরা বোলারের এমন বোলিং স্বভাবতই দুশ্চিন্তার কারণ।

কিন্তু চিন্তার ছাপ নেই কোচের চোখে মুখে। উল্টো মুস্তাফিজের বিগত দিনের পারফর্মেন্সের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। কিছুদিন আগেও আইসিসির বিশ্বের সেরা পাঁচ বোলারের একজন ছিলেন মুস্তাফিজ। নিজের বোলিং পারফর্মেন্স দিয়েই এই গৌরব অর্জন করেছেন তিনি।
'আমি মোটেও চিন্তিত নই। সে (মুস্তাফিজ) অসাধারণ একজন ওয়ানডে বোলার। বেশি দিন হয়নি সে বিশ্বের সেরা পাঁচ বোলারের মধ্যে ছিল। বাংলাদেশি বোলারদের মধ্যে তেমন কেউই বিশ্বের সেরা পাঁচে জায়গা করে নিতে পারেনি।'
ইনজুরি থেকে ফিরে আসা মুস্তাফিজের ছন্দ ফিরে পেতে বেগ পেতে হচ্ছে, বুঝার বাকি নেই কোচ রোডসের। স্বাভাবিক গতিতে এখনও বল করতে পারছেন তিনি। তবে ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠছেন ২৩ বছর বয়সী মুস্তাফিজ।
'মাঝে মধ্যে সে তাঁর গতির ঘাটতি দেখা দেয়। কিন্তু আমি অনেকটাই সন্তুষ্ট মাঝের ওভারগুলোতে সে দুর্দান্ত বোলিং করেছে এবং মনে হচ্ছিল সে গতি ফিরে পেয়েছে,' ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ শেষে বলেছিলেন ইংলিশম্যান রোডস।