promotional_ad

ছিটকে পড়লেন নরকিয়া, কপাল খুলেছে মরিসের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নরকিয়া। বৃদ্ধ আঙ্গুলের ইনজুরিতে পড়ে বাদ পড়তে হয়েছে তাঁকে, নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজি। তাঁর পরিবর্তে প্রোটিয়া দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার ক্রিস মরিস।


আসন্ন বিশ্বকাপের জন্য জাতীয় দলের অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন নরকিয়া। তখনই আঙ্গুলে চোট পান ২৫ বছর বয়সী এই পেসার। সাথে সাথেই শেষ হয়ে যায় তাঁর বিশ্বকাপ স্বপ্ন। আঙ্গুলের অস্ত্রোপচার শেষে আট সপ্তাহের বিশ্রামে পাঠানো হয় তাঁকে।


'সোমবার পোর্ট এলিজাবেথে নেট সেশনে অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধ আঙ্গুলে ব্যথা পেয়েছে আনরিকে। তাঁকে তৎক্ষণাৎ হাতের চিকিৎসকের কাছে নেয়া হয়েছে এবং ভাঙ্গা জায়গা জোড়া দিতে সার্জারি করতে হয়ে। যে কারণে আট সপ্তাহের জন্য খেলার বাইরে থাকতে হবে তাঁকে। যা তাঁকে আসন্ন বিশ্বকাপ থেকে বাদ পড়তে বাধ্য করেছে,' বলেছেন টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজি।


promotional_ad

কাঁধের এবং পায়ের ইনজুরি থেকে সেরে ওঠার পর চলতি বছরের মার্চে জাতীয় দলে অভিষেক হয় নরকিয়ার। এরপর দুর্দান্ত বোলিং পারফর্মেন্স দিয়ে মাত্র চারটি ওয়ানডে খেলেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন তরুন এই পেসার।


তাঁর বিশ্বকাপ স্বপ্ন ভাঙ্গলেও কপাল খুলেছে অলরাউন্ডার ক্রিস মরিসের। এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলা হয়নি ৩২ বছর বয়সী মরিসের। তবে বিভিন্ন লিগে খেলে নিজের ফর্ম ধরে রেখেছেন তিনি।


চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন এই ক্রিকেটার। বল হাতে ৯ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল।


এর আগে চোট নিয়ে আইপিএলের মাঝপথে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন দুই পেসার ডেল স্টেইন ও কাগিসো রাবাদা। চোটের জন্য শুরুর আগেই সেই টুর্নামেন্ট শেষ হয়ে যায় পেসার লুঙ্গি এনগিডির।


দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডঃ ফাফ দু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, এইডেন মার্করাম, ক্রিস মরিস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দাইল ফেহলুকেও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, ইমরান তাহির, রাস??? ফন ডার ডাসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball