promotional_ad

২০১১ বিশ্বকাপে যুবরাজ, ২০১৯ বিশ্বকাপে হার্দিক?

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১১ সালের বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে ব্যাট এবং বল হাতে অবিশ্বাস্য অবদান রেখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন যুবরাজ সিং। আসন্ন বিশ্বকাপে যুবরাজের ভূমিকা পালন করতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। যুবরাজের বিশ্বাস, চলমান আইপিএলে দারুণ ফর্মে থাকা হার্দিক বিশ্বকাপে প্রতিটি দলের জন্য হুমকি হবেন।


বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত সেই বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ৩৬২ রান সংগ্রহ করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ। চারটি অর্ধশতক এবং একটি শতক ছিল সেই আসরে তাঁর নামের পাশে।


promotional_ad

বল হাতেও দুর্দান্ত ছিলেন বাঁহাতি স্পিনার যুবরাজ। গুরুত্বপূর্ণ সময়ে দলকে উইকে এনে দিতে তাঁর ভূমিকা ছিল অন্যতম। ৫.০২ ইকোনমিতে ১৫ উইকেট নিয়ে তুলে নিয়েছিলেন ২০১১ সালের বিশ্বকাপে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সতীর্থ হার্দিকের সামর্থ্য সম্পর্কে ৩৭ বছর বয়সী যুবরাজ বলেন,


'আমি তাঁর (হার্দিক) সাথে গতকাল কথা বলেছি যেখানে আমি তাঁকে বলেছি, 'তোমার দারুণ সুযোগ আছে ব্যাট এবং বল হাতে ভালো পারফর্মেন্স করার'। এখন সে যে ফর্মে আছে, সে যেভাবে ব্যাটিং করছে, এটা অবিশ্বাস্য। আমি আশা করি সে তাঁর এই ফর্ম বিশ্বকাপেও ধরে রাখবে।


'সে ধারাবাহিক না হলেও ভালো বোলিং করছে কিন্তু বিশ্বকাপে কে কেমন চাপ সামাল দিয়ে খেলে সেটাই দেখার বিষয়। আমি আশা করছি হার্দিক দুর্দান্ত টুর্নামেন্ট অতিবাহিত করবে, বিশেষ করে সে এই মুহূর্তে যেভাবে ব্যাটিং করছে। সে কলকাতার বিপক্ষে ৩৪ বলে ৯১ রান নিয়েছে, সম্ভবত এটা আমার দেখা আইপিএলের সেরা ইনিংস, কারণ সে চারজন মানসম্মত বোলারের বিপক্ষে সেদিন রান করেছে।'


এখন অবধি আইপিএলে ব্যাট হাতে অবিশ্বাস্য ১৯৮ স্ট্রাইক রেটে ৩৮০ রান সংগ্রহ করেছেন হার্দিক। শেষের দিকে এসে মুম্বাইয়ের খাতায় দ্রুত রান তোলায় বড় ভূমিকা পালন করছেন তিনি। এছাড়া বল হাতে ১২ উইকেটও রয়েছে তাঁর নামের পাশে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball