promotional_ad

দ. আফ্রিকা ক্রিকেট বোর্ডের বিপক্ষে মামলার হুমকি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের (সিএসএ) বিপক্ষে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স এসোসিয়েশন (এসএসিএ)। ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো নতুন করে গঠন করতে বিগত চুক্তি লঙ্ঘন করেছে সিএসএ, যে কারণে ক্ষিপ্ত হয়েছে দেশটির ক্রিকেটার্স এসোসিয়েশন।


সিএসএ পরিকল্পনা করছে ২০২১ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে ফ্র্যাঞ্জাইজি পদ্ধতি বাদ দেয়ার। প্রভিন্সিয়াল মডেল চালু করতে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড। নতুন প্রোজেক্টে নকশায় দেখানো হয়েছে, আগামী চার বছরে প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হতে হবে বোর্ডকে।


promotional_ad

কিন্তু ক্রিকেটার্স এসোসিয়েশন বারবারই এই পরিকল্পনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে এসেছে। তাদের দাবী, সিএসএ সঠিক পরামর্শ নেয়নি এবং আর্থিক তথ্যর বিষয়টি যুক্তিসংগত নয়। যে কারণে শুক্রবার আইনজীবীর মাধ্যমে সিএসএকে চিঠি পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স এসোসিয়েশন (এসএসিএ)।


'আমরা আর্থিক অবস্থা এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বারবারই বিবেচনা করেছি। আমাদের চুক্তির সাথে জড়িত এবং স্বীকৃতি চুক্তিতে দেয়া পরামর্শ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, যা খেলা এবং খেলোয়াড়দের জন্য উল্লেখযোগ্য পরিণতি বয়ে আনবে।


'এসএসিএ খেলার আর্থিক স্থায়িত্ব নিয়ে চিন্তা করে। শুধু মাত্র পরবর্তী বছর কি হবে সে বিষয়ে নয়, এরপরের বছর গুলোর স্থায়িত্ব নিয়েও চিন্তা করতে হবে। আমাদের এই বিষয়ে আমাদের মন্তব্য সিএসএ কর্তৃক উপেক্ষিত হয়ে আসছে,' বলেছেন এসএসিএ এর প্রেসিডেন্ট ওমফাইল রামেলা।


তিনি আরও উল্লেখ করে বলেছেন, 'আমরা খেলা এবং খেলোয়াড়দের ঘরোয়া অবকাঠামো নিশ্চিত করার ব্যাপারেও চিন্তা করছি এবং বিশ্বাস করি সঠিক পরামর্শ এবং চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া উচিৎ। তা না হলে আমাদের খেলোয়াড় এবং খেলায় পরিণতি দেখা দিবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball